জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাদের দলের প্রতীক হিসেবে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা দিতে হবে। এর ব্যত্যয় করা যাবে না।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে এনসিপির বৈঠকের পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পাটওয়ারী বলেন, দলীয় প্রতীক হিসেবে শাপলার বিষয়ে এনসিপি কোনো ছাড় দেবে না। শাপলা না দিলে কীভাবে আদায় করে নিতে হয়, তা আমরা জানি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়লাভের ব্যাপারে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ১৫০ আসনে এনসিপি জয়ী হবে। এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।
তিনি বলেন– ধর্মভিত্তিক ব্লক, বিএনপি ব্লকের বাইরে আমাদের নেতৃত্বে আলাদা ব্লক হবে। গত ১৫ বছরে যারা আন্দোলন করেছে, দল গঠন করেছে, যতগুলো ব্যানার আছে, সবগুলো দল একীভূত হবে। একীভূত হওয়ার পর দলের নাম এনসিপিই থাকবে, প্রতীকও থাকবে এনসিপিরই। তবে কী প্রক্রিয়ায় হবে, সেটা নিয়ে আলোচনা চলছে।
পাটওয়ারী আরও বলেন, পরবর্তী আন্দোলন হবে ব্যালটের। সেখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টির নাম থাকবে না। আগামীর নির্বাচন হবে দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে নির্বাচন।
এর আগে, গত ৩ আগস্ট বরাদ্দ চাওয়া প্রতীকে সংশোধন এনে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করে এনসিপি। তখন এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল, আবেদনে আগের শাপলাসহ কলম ও মোবাইল ফোনের জায়গায় সংশোধনী এনে সাদা শাপলা ও লাল শাপলা দলীয় প্রতীক হিসেবে চাওয়া হয়েছে।
এরও আগে, গত ২২ জুন নির্বাচন কমিশনে আবেদনের সময় এনসিপি শাপলা প্রতীকের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় পছন্দের তালিকায় কলম ও মোবাইল ফোন চেয়েছিল। কিন্তু শাপলা প্রতীকটি জাতীয় প্রতীক বিবেচনায় নিয়ে ইসির প্রতীক তালিকা রাখা হয়নি।
ইউটি/টিএ