পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সিরিয়া। আগামী ৫ অক্টোবর দেশজুড়ে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সিরিয়ায় প্রেসিডেন্ট শাসিত সরকার প্রচলিত। পার্লামেন্টে আসনসংখ্যা মোট ২১০টি। নির্বাচন কমিশনের বরাত দিয়ে সরকারি বার্তাসংস্থা সানা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, এই আসনগুলোর এক তৃতীয়াংশে প্রেসিডেন্ট আহমেদ আল শারার সুপারিশে সরাসরি এমপি নিয়োগ হবে। বাকি দুই তৃতীয়াংশ আসনে নির্বাচন কমিশনের অধীনে ভোটগ্রহণ হবে।
গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন হয়েছিল ২০২৪ সালের ১৫ জানুয়ারি। সে সময় দেশটির প্রেসিডেন্ট ছিলেন বাশার আল আসাদ। সেই বছরেই ৮ ডিসেম্বর সরকারবিরোধী সশস্ত্র রাজনৈতিক জোট হায়াত তাহরির আল শামস (এইচটিএস)-এর এক ঝটিকা অভিযানে পতন ঘটে বাশারের নেতৃত্বাধীন সরকারের এবং সমাপ্তি ঘটে দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধের।
এইচটিএসের সেই অভিযানে নেতৃত্ব দেন আহমেদ আল শারা, বাশারের নেতৃত্বাধীন সরকারের পতনের পর সিরিয়ার প্রেসিডেন্টও হন তিনিই।
সানার প্রতিবেদন অনুসারে, নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন পার্লামেন্টের দায়িত্ব হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন করা, গণতন্ত্রের পথ সুগম করা এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সার্বিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ভূমিকা রাখা।
সিরিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, চলতি সেপ্টেম্বরেই পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল সিরিয়ায়। কিন্তু সুয়েইদা, হাসাকাহ এবং রাক্কা প্রদেশে অস্থিরতা ও সাম্প্রদায়িক সংঘাত দেখা দেওয়ায় প্রেসিডেন্ট শারা নির্বাচনের ভোটগ্রহণ এক মাস পেছানোর সিদ্ধান্ত নেন।
সেই অনুযায়ীই ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
সূত্র : আলজাজিরা
এসএন