সংবিধানকে পরিবর্তন করতে হলে জাতীয় সংসদে যেতে হবে, সংসদ ছাড়া সংবিধান পরিবর্তন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে কালের ‘আলাপ সংলাপ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন তিনি।
মাসুদ কামাল বলেন, ‘যদি এটা সাংবিধানিক সরকার হয়। সাংবিধানিক সরকারের প্রধান কাজটা কী? সংবিধানকে সমুন্নত রাখা।
তাহলে আপনি সংবিধান এভাবে পরিবর্তনই করতে পারবেন না। কারণ সংবিধানকে পরিবর্তন করতে হলে আপনাকে কিন্তু সেই জাতীয় সংসদে যেতে হবে। সংসদ তো হয়নি। সংসদ হওয়ার আগে সংবিধান চেঞ্জ করতে পারবেন না, একদম পারবেন না।
তিনি আরো বলেন, ‘আপনি যদি শুরুতেই বলতেন এই সংবিধান স্থগিত। সাধারণত সামরিক আইন প্রশাসক যে কাজটা করে, মার্শাল ল-এর সময় করে সংবিধানকে স্থগিত করে দেয়। তারপর তারা যা ইচ্ছা তা করে। পরবর্তী সংসদে আসলে সেটাকে রেটিফাই করে, এটা একটা পদ্ধতি আছে।
এই সংবিধানকে স্থগিত করা হয়নি অথবা বাতিলও করা হয়নি জানিয়ে মাসুদ কামাল বলেন, ‘তারা (অন্তর্বর্তী সরকার) বলছে, এই সংবিধানের মাধ্যমেই আমরা ক্ষমতায় আসছি। তো সংবিধানের মাধ্যমে ক্ষমতায় এসে আপনি কেন সংবিধান লঙ্ঘন করবেন।’
এবি/টিএ