প্রায় ৩ লাখ পাকিস্তানি হজ আবেদনকারীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হাফিজ উর রহমান শুক্রবার সেনেটের আইটি কমিটির বৈঠকে এই তথ্য প্রকাশ করেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে হাফিজ উর রহমান জানান, এই সাইবার আক্রমণ প্রথম ২০২২ সালে ধরা পড়ে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে টেলিকম কোম্পানিগুলোর কাছে সংরক্ষিত সংবেদনশীল সিম-সংক্রান্ত তথ্য। তিনি আরও বলেন, তার নিজের সিম ডেটাও ২০২২ সাল থেকে ডার্ক ওয়েবে পাওয়া যাচ্ছে, যা পাকিস্তানের সাইবার নিরাপত্তার চরম দুর্বলতা প্রমাণ করে।
বৈঠকে সিনেটর আফনানুল্লাহ খান অভিযোগ করেন, পাকিস্তানের ওপর বিদেশি চাপ রয়েছে, যার কারণে কড়া ডেটা সুরক্ষা আইন প্রণয়ন করা সম্ভব হচ্ছে না। তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি।
সেনেট কমিটি পাশাপাশি দেশের মোবাইল সেবা সম্পর্কেও সমালোচনা করেছে। প্রায়শই কল ড্রপ এবং দুর্বল নেটওয়ার্কের সমস্যা দেখা দেওয়ায় চেয়ারম্যান রহমান বলেছেন, অবকাঠামো উন্নয়নের জন্য নতুন স্পেকট্রাম নিলামের প্রয়োজন।
এই ঘটনা পাকিস্তানে ডিজিটাল গোপনীয়তা নিয়ে জনসাধারণের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। আইনপ্রণেতারা নাগরিকদের তথ্য সাইবার হুমকি থেকে রক্ষা করতে দ্রুত কার্যকর ডেটা সুরক্ষা আইন পাসের আহ্বান জানিয়েছেন।
সূত্র: দ্যা ইসলামিক ইনফরমেশন
পিএ/টিকে