উগ্র বামপন্থী সন্ত্রাসীদের নির্মূল করা হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, টেক্সাসের ডালাসে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ভবনে বন্দুক হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবারের ওই ঘটনায় এক বন্দি নিহত এবং আরও দুজন গুরুতর আহত হন। ট্রাম্প একে উগ্র বামপন্থী সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, হামলাকারী জশুয়া জান (২৯) নিকটবর্তী এক ভবনের ছাদ থেকে গুলি চালান। পরে তিনি নিজেই মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বুলেট খোসায় নীল মার্কার দিয়ে “অ্যান্টি-আইসিই” লেখা ছিল।

এই হামলায় কোনো আইসিই কর্মকর্তা আহত হননি। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) তথ্য অনুযায়ী, নিহত ও আহতরা ছিলেন আইসিইর পরিবহন ভ্যানে থাকা বন্দি। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, আহতদের একজন মেক্সিকান নাগরিক।

ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে হামলাকে “ঘৃণ্য” বলে উল্লেখ করেন এবং এ ধরনের সহিংসতার জন্য সরাসরি ডেমোক্র্যাটদের বক্তব্যকে দায়ী করেন।

তিনি লিখেছেন, “চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর থেকে উগ্র বামপন্থী সন্ত্রাসীদের ধারাবাহিক সহিংসতা বন্ধ করতে হবে।” তিনি প্রতিশ্রুতি দেন, এ সপ্তাহেই একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন যার মাধ্যমে এসব দেশীয় সন্ত্রাসী নেটওয়ার্ককে ধ্বংস করা হবে।

হোমল্যান্ড সিকিউরিটির মন্ত্রী ক্রিস্টি নোম ফক্স নিউজকে বলেন, আরও আইসিই কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে এবং সারাদেশে আইসিই স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হবে। তিনি হামলাকারীকে “অশুভ” আখ্যা দিয়ে বলেন, ডেমোক্র্যাট আইনপ্রণেতারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কলঙ্কিত করছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও হামলাকারী জানকে “সহিংস বামপন্থী উগ্রবাদী” আখ্যা দিয়ে বলেন, এমন প্রমাণ পাওয়া গেছে যা এখনো প্রকাশ করা হয়নি, তবে তা থেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার ইঙ্গিত মেলে। তিনি আরও বলেন, “আপনি ট্রাম্পের অভিবাসন নীতির সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু আপনার রাজনৈতিক বক্তব্য যদি আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সহিংসতাকে উৎসাহিত করে, তবে সরাসরি নরকে যান।”

হামলাকারীর ভাই নোয়া জানান, তিনি জানের এমন কোনো রাজনৈতিক অবস্থান বা আইসিইর প্রতি শত্রুতার ব্যাপারে অবগত ছিলেন না। জনসাধারণের রেকর্ডে দেখা যায়, জান মাদক সংক্রান্ত অপরাধে আগে দণ্ডিত হয়েছিল এবং তিনি একজন স্বতন্ত্র ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।

এফবিআই ডালাসের ঘটনাটিকে “টার্গেটেড ভায়োলেন্স” হিসেবে আখ্যা দিয়েছে। এটি টেক্সাসে সাম্প্রতিক সময়ে আইসিই স্থাপনায় দ্বিতীয় হামলা। এর আগে জুলাই মাসে আলভারাডোর একটি আটককেন্দ্রের বাইরে এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছিলেন।

সূত্র: আরটি

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img

আখতার হোসেন

ফ্যাসিবাদী সরকারের দেওয়া মামলার বোঝা এখনো বয়ে বেড়ানো দুঃখজনক Dec 28, 2025
প্রথমবার গুলশানে অফিস করতে যেভাবে এলেন তারেক রহমান Dec 28, 2025
img
শান্তি বেছে নেওয়াটাই, পরিণত মনের পরিচয়: শতাব্দী রায় Dec 28, 2025
img
হবিগঞ্জে তাহেরির মাহফিল বন্ধ ঘোষণা Dec 28, 2025
img
এনসিপি থেকে পদত্যাগ করা তাসনিম জারাদের দলে পেতে চাইছেন তারেক Dec 28, 2025
img
দল ছেড়ে নির্বাচন না করার ঘোষণা দিলেন এনসিপির আরেক নেতা Dec 28, 2025
img
পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার Dec 28, 2025
img
মা হলো নিঃশব্দ ত্যাগের প্রতীক: কাজল Dec 28, 2025
img
দীর্ঘ ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারেরে ইতি টানলেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় Dec 28, 2025
img
আসা-যাওয়া রাজনৈতিক দলের স্বাভাবিক প্রক্রিয়া: জারার পদত্যাগে আখতার Dec 28, 2025
img
তোমার প্রতিটা দিন ভালোবাসা আর আলোয় ভরে উঠুক, সালমানকে ক্যাটরিনা কাইফ Dec 28, 2025
গর্ভবতী মায়েদের ৫টি আমল | ইসলামিক জ্ঞান Dec 28, 2025
img
পরবর্তী আদমশুমারিতে মুসলিম জনসংখ্যা হবে ৪০ শতাংশ, উদ্বিগ্ন আসামের মুখ্যমন্ত্রী Dec 28, 2025
img
ট্রাম্প ও রুবিওর সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন নেতানিয়াহু Dec 28, 2025
img
এক মুহূর্তের ভুলেই বদলে যেতে পারে সব: দেবশ্রী Dec 28, 2025
img
চট্টগ্রামে হাদি হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ Dec 28, 2025
img
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি Dec 28, 2025
img
আগামী ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Dec 28, 2025
img
নির্বাচন করতে বিএনপি ছাড়লেন সাবেক এমপি শাহীন Dec 28, 2025
img
দেশের সব স্থলবন্দরে বাড়ল মাশুল , কার্যকর ১ জানুয়ারি থেকে Dec 28, 2025