উগ্র বামপন্থী সন্ত্রাসীদের নির্মূল করা হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, টেক্সাসের ডালাসে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ভবনে বন্দুক হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবারের ওই ঘটনায় এক বন্দি নিহত এবং আরও দুজন গুরুতর আহত হন। ট্রাম্প একে উগ্র বামপন্থী সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, হামলাকারী জশুয়া জান (২৯) নিকটবর্তী এক ভবনের ছাদ থেকে গুলি চালান। পরে তিনি নিজেই মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বুলেট খোসায় নীল মার্কার দিয়ে “অ্যান্টি-আইসিই” লেখা ছিল।

এই হামলায় কোনো আইসিই কর্মকর্তা আহত হননি। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) তথ্য অনুযায়ী, নিহত ও আহতরা ছিলেন আইসিইর পরিবহন ভ্যানে থাকা বন্দি। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, আহতদের একজন মেক্সিকান নাগরিক।

ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে হামলাকে “ঘৃণ্য” বলে উল্লেখ করেন এবং এ ধরনের সহিংসতার জন্য সরাসরি ডেমোক্র্যাটদের বক্তব্যকে দায়ী করেন।

তিনি লিখেছেন, “চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর থেকে উগ্র বামপন্থী সন্ত্রাসীদের ধারাবাহিক সহিংসতা বন্ধ করতে হবে।” তিনি প্রতিশ্রুতি দেন, এ সপ্তাহেই একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন যার মাধ্যমে এসব দেশীয় সন্ত্রাসী নেটওয়ার্ককে ধ্বংস করা হবে।

হোমল্যান্ড সিকিউরিটির মন্ত্রী ক্রিস্টি নোম ফক্স নিউজকে বলেন, আরও আইসিই কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে এবং সারাদেশে আইসিই স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হবে। তিনি হামলাকারীকে “অশুভ” আখ্যা দিয়ে বলেন, ডেমোক্র্যাট আইনপ্রণেতারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কলঙ্কিত করছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও হামলাকারী জানকে “সহিংস বামপন্থী উগ্রবাদী” আখ্যা দিয়ে বলেন, এমন প্রমাণ পাওয়া গেছে যা এখনো প্রকাশ করা হয়নি, তবে তা থেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার ইঙ্গিত মেলে। তিনি আরও বলেন, “আপনি ট্রাম্পের অভিবাসন নীতির সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু আপনার রাজনৈতিক বক্তব্য যদি আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সহিংসতাকে উৎসাহিত করে, তবে সরাসরি নরকে যান।”

হামলাকারীর ভাই নোয়া জানান, তিনি জানের এমন কোনো রাজনৈতিক অবস্থান বা আইসিইর প্রতি শত্রুতার ব্যাপারে অবগত ছিলেন না। জনসাধারণের রেকর্ডে দেখা যায়, জান মাদক সংক্রান্ত অপরাধে আগে দণ্ডিত হয়েছিল এবং তিনি একজন স্বতন্ত্র ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।

এফবিআই ডালাসের ঘটনাটিকে “টার্গেটেড ভায়োলেন্স” হিসেবে আখ্যা দিয়েছে। এটি টেক্সাসে সাম্প্রতিক সময়ে আইসিই স্থাপনায় দ্বিতীয় হামলা। এর আগে জুলাই মাসে আলভারাডোর একটি আটককেন্দ্রের বাইরে এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছিলেন।

সূত্র: আরটি

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

শেখ হাসিনার ডাকসুর পদ বাতিল নিয়ে যা বলছেন ডাকসুর জিএস Nov 13, 2025
ডাকসুর ২য় কার্যনির্বাহী সভায় যা বললেন সাদিক কায়েম Nov 13, 2025
এত ত্যাগের পর আবারও গণতন্ত্র হুমকির সম্মুখিন: খসরু Nov 13, 2025
ফ্যাসিস্ট বিদায়ের আন্দোলনের সফলতা তারেক রহমানের হাত ধরে হয়েছে : সালাহউদ্দিন আহমদ Nov 13, 2025
যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত যুক্তরাজ্যের Nov 13, 2025
img
বিশৃঙ্খলা রোধে চট্টগ্রামে বিজিবি মোতায়েন, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ Nov 13, 2025
পিরোজপুরে সিগনেচার রোডে নির্মাণকালে দুর্ঘটনায় আহত শিশুর হাতেই হলো উদ্বোধন Nov 13, 2025
img
নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ ট্রাম্পের Nov 13, 2025
গণভোট ইস্যু নিয়ে যা বললেন তারেক রহমান! Nov 13, 2025
img
ডিএমপি কমিশনারকে নিয়ে অপপ্রচার: কঠোর আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি Nov 13, 2025
img
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Nov 13, 2025
img
নওগাঁয় রেলওয়ে স্টেশনের ২ টি দোকানে ভয়াবহ আগুন Nov 13, 2025
img
হতাশ হলেও হাল ছেড়ে দিতে নারাজ আইরিশ কোচ Nov 13, 2025
img
আওয়ামী লীগের সন্ত্রাস ঠেকাতে হাসনাত আবদুল্লাহ একাই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ারী Nov 13, 2025
img
শেখ হাসিনার মতো তাদের সেফ এক্সিটের সুযোগ থাকবে না: সাদিক কায়েম Nov 13, 2025
img
পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনা, খাদে পড়ে প্রাণ গেল অন্তত ৩৭ জনের Nov 13, 2025
img
সিলেটে বিটিসিএল অফিসে আগুন Nov 13, 2025
img
নোয়াখালীতে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ শিবিরের Nov 13, 2025
img
আ. লীগের কর্মসূচি ঘিরে জাহাঙ্গীরনগরে জাকসু প্রতিনিধিদের অবস্থান Nov 13, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন Nov 13, 2025