আমির খানের বর্তমান বান্ধবী হওয়ার সুবাদে গৌরী স্প্রাটকে চেনেন না এমন মানুষ খুব কম আছে। আমির খানের কাছের মানুষ হওয়ার সুবাদে স্বাভাবিকভাবেই পাপারাজ্জিদের নজরে থাকেন তিনি। কিন্তু সম্প্রতি পাপারাজ্জিদের নিয়ে ভীষণ বিরক্ত হতে দেখা যায় গৌরীকে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বান্দ্রায় নিজের বাড়ির সামনে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। ঠিক সেই সময় ফটো শিকারীরা পোজ দেওয়ার জন্য অনুরোধ করেন তাকে। ফটো শিকারীরা বারবার অনুরোধ করলেও সেই সময় ফটো তোলার মুডে ছিলেন না তিনি। বারবার বারণ করা সত্ত্বেও না শোনায় অবশেষে ক্ষিপ্ত হয়ে যান গৌরী।
ফটোগ্রাফাররা ফটো তোলার জন্য পিছু নিলে গৌরী রেগে গিয়ে বলেন, ‘দয়া করে আমাকে একা থাকতে দাও। আমি হাঁটতে যাচ্ছি। ছবি তোলার প্রয়োজন নেই।’
এই কথা বলেই গৌরী সেখান থেকে চলে যান। ঘটনার আকস্মিকতায় যেমন অনেকে গৌরীর হয়ে কথা বলেছেন তেমন অনেকে আবার আমির খানের বান্ধবীর ঔদ্ধত্যের নিন্দা করেছেন।
একজন লেখেন, ‘তুমি এখন সেলিব্রিটি, তোমাকে তেমন ভাবেই ব্যবহার করতে হবে।’ অন্য একজন লেখেন, ‘আপনি শুধু আমির খানের বান্ধবী, আপনার ছবি তোলার কি প্রয়োজন বুঝতে পারছি না।’ তৃতীয় একজন লিখেছেন, ‘উনি তো শুধু হাঁটতে বেরিয়েছেন, কে দেখতে চায়? ছবি তোলার কোন মানেই হয় না।’
এই দিন গৌরীকে ভীষণ সাদামাটা একটি পোশাকে দেখতে পাওয়া গিয়েছে। একটি সাদা টি শার্ট, সঙ্গে সাদা কার্গো স্টাইলের প্যান্ট এবং সাদা স্নিকার্স পরেছিলেন তিনি। কাজে ছিল একটি ক্রস বডি ব্যাগ। চুল ছিল পনিটেল করে বাঁধা।
আমির খান নিজের ৬০ তম জন্মদিনে গৌরীকে নিজের বান্ধবী হিসেবে পরিচয় করিয়ে দেন সকলের সামনে। তিনি জানান, গৌরী তার খুব ভালো বন্ধু। বেশ কয়েক মাস ধরে তিনি গৌরীর সঙ্গে সম্পর্ক রয়েছেন। তবে অদূর ভবিষ্যতে তিনি বিয়ের পিঁড়িতে আবার বসবেন কিনা সেই বিষয় নিয়ে কিছু জানাননি আমির খান।
–ইন্ডিয়া টুডে
এবি/টিএ