জাতিসংঘ কমিশনের সাম্প্রতিক অনুসন্ধান সত্ত্বেও গাজায় গণহত্যার দাবি অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আল জাজিরার খবরে বলা হয়, জাতিসংঘের অধিবেশনে দেয়া বক্তব্যে গণহত্যার দাবিকে ‘মিথ্যা অভিযোগ’ বলে বর্ণনা করেন তিনি।
এর আগে চলতি মাসের শুরুতে জাতিসংঘের মানবাধিকার অফিস কর্তৃক নির্দেশিত একটি কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, গাজায় গণহত্যা করেছে ইসরায়েল। এই অবস্থান স্বাধীন অধিকার পর্যবেক্ষক এবং বিভিন্ন বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের দ্বারাও সমর্থিত।
গাজায় গণহত্যার পাশাপাশি কমপক্ষে ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। হাসপাতাল, স্কুল এবং তাঁবুতে আশ্রয়সহ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থলগুলোতেও বারবার আক্রমণ করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে সাহায্য এবং মানবিক গোষ্ঠীগুলো সতর্ক করে দিয়ে বলেছে যে ‘গাজার কোথাও নিরাপদ নয়।’
এদিকে উপত্যকাটিতে আক্রমণের বিষয়ে নেতানিয়াহু বলেছেন, ‘গাজায় যুদ্ধ এখনও শেষ হয়নি। যদিও হামাসের বাহিনী হ্রাস পেয়েছে, তবুও তারা এখনও হুমকি। এখনও ৭ অক্টোবরের নৃশংসতার পুনরাবৃত্তির ঝুঁকি রয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের জনগণের দৃঢ় সংকল্প, আমাদের সেনাদের সাহস এবং আমাদের নেয়া সাহসী সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই। ইসরায়েল তার সবচেয়ে অন্ধকার দিন থেকে ইতিহাসের সবচেয়ে আশ্চর্যজনক সামরিক প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ফিরে এসেছে। কিন্তু, আমরা এখনও শেষ করিনি।’
ইএ/টিকে