গাজায় যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ইসরায়েলের ঐতিহ্যবাহী মিত্ররা তাদের সমালোচনা ক্রমশ বাড়িয়ে তুলছে। সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং কানাডাসহ বেশ কিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিও দিয়েছে।
এমন পরিস্থিতিতে গাজা যুদ্ধের নিন্দা এবং যুদ্ধবিরতির আহ্বান এই বছরের জাতিসংঘ সাধারণ পরিষদের বক্তৃতার অন্যতম মূল বিষয় হয়ে দাঁড়ায়। এ প্রসঙ্গে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে নেতানিয়াহু দাবি করেন, এগুলো সবই শুধু ভঙ্গি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা গভীরভাবে জানেন যে ইসরায়েল আপনাদেরই লড়াই লড়ছে। তাই আমি আপনাদের বন্ধ দরজার আড়ালে একটি গোপন কথা বলতে চাই, যারা প্রকাশ্যে আমাদের নিন্দা করেন, তাদের অনেক নেতাই ব্যক্তিগতভাবে আমাদের ধন্যবাদ জানান।’
তিনি আরও বলেন, ‘তারা আমাকে বলেন যে তারা ইসরায়েলের দুর্দান্ত গোয়েন্দা পরিষেবাগুলোকে কতটা মূল্য দেয়। এই সংস্থাগুলো বারবার তাদের রাজধানীতে সন্ত্রাসী হামলা প্রতিরোধ করেছে, অসংখ্য জীবন বাঁচিয়েছে।’
এর আগে জাতিসংঘ সাধারণ সভায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তৃতা দিতে আসার সঙ্গে সঙ্গেই শত শত কূটনীতিক হল ত্যাগ করেন। বিশেষভাবে আরব, মুসলিম ও আফ্রিকান দেশের প্রতিনিধিরা এই ওয়াকআউটের অংশ ছিলেন। ইউরোপীয় দেশের কিছু প্রতিনিধিও একই প্রতিবাদ করেন।
সূত্র: আল জাজিরা
ইএ/টিকে