ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে অসম সরকার। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে গত শুক্রবার সাঁতার কাটার সময় মৃত্যু হয় এই সংগীতশিল্পীর। আকস্মিক এ মৃত্যুকে ঘিরে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকে। সেই সূত্রেই বিশেষ তদন্ত দল (সিট) গঠন করেছে অসম সরকার।
বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। নজরে আছেন গায়কের ঘনিষ্ঠ সহকারী সিদ্ধার্থ শর্মাও। শুধু সিদ্ধার্থ নয়, আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিট।
বন্ধু হারিয়ে শোকাহত শিল্পী পাপন। সোমবার গভীর রাতে মুম্বই থেকে গুয়াহাটিতে এসে তিনি শেষ শ্রদ্ধা জানান জুবিনকে। আবেগাপ্লুত হয়ে নিজের মাথার টুপি কফিনে রেখে বিদায় জানান তিনি। তবে শোক কাটছে না তার। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় প্রয়াত বন্ধুর উদ্দেশে লিখেছেন, “তোমাকে খুব মিস করছি ভাই। যেখানেই থাকো, ভালো থেকো।” একইসঙ্গে অসম সরকারের কাছে দ্রুত তদন্ত শেষ করার আবেদন জানান তিনি।
ইতোমধ্যে সিট তল্লাশি চালিয়েছে জুবিনের সহকারী সিদ্ধার্থ শর্মার বাসায়। তদন্ত কর্মকর্তাদের নজরে রয়েছে আরও এক ডজন নাম। তাদের মধ্যে রয়েছেন নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহন্ত এবং দুর্ঘটনার দিন নৌকায় উপস্থিত অন্যরাও।
তলব করা প্রত্যেককে আগামী ৬ অক্টোবর হাজিরা দিতে হবে। সেদিন তাদের বয়ান রেকর্ড করবে তদন্ত দল। এর আগে শেখরজ্যোতি গোস্বামীকে পুলিশি হেফাজতে নেওয়ার পরই সিট সমন পাঠিয়েছে বাকিদের কাছে।
কেএন/টিএ