থালাপতি বিজয়ের জনসভায় পদপিষ্টের ঘটনায় মোদি-রাহুলের শোকপ্রকাশ

অভিনেতা থেকে ভারতীয় রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। জনসভায় পদদলিত হয়ে নারী-শিশুসহ ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যমের দাবি, তামিলনারুর কারুরের ওই জনসভায় মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পদপিষ্টের ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে বলে খবর। অসুস্থ আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় পদদলিত হয়ে মৃত্যুর এই ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের উচ্চপদস্থ কর্তা ডেভিডসন দেবাশির্বথম জানিয়েছেন, শনিবার রাত ৯টা পর্যন্ত অন্তত ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন। পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন।

এদিকে জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘তামিলনাড়ুর কারুরে রাজনৈতিক সমাবেশের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। দুর্ঘটনার জেরে যারা প্রিয়জনদের হারিয়েছেন সেই সকল পরিবারের প্রতি আমার সমবেদনা। ঈশ্বর তাদের এই কঠিন সময় থেকে বেরিয়ে আসার শক্তি দিন। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।’

পাশাপাশি শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঘটনায় মৃতদের পরিবারের উদ্দেশে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের আরোগ্য কামনা করেছেন তিনি। দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবতীয় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

এছাড়াও উদ্বেগপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিস্থিতি খতিয়ে দেখতে রোববার ঘটনাস্থলে যেতে পারেন তিনি।

ভারতীয় দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভোটমুখী তামিলভূমে জোর প্রচারে নেমেছেন অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়। শনিবার কারুরে একটি র‌্যালি ও জনসভার আয়োজন করেছিল টিভিকে। সেই জনসভার মূল বক্তা ছিলেন বিজয়। জানা গিয়েছে, ওই সভায় ডিএমকে-র প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজীকে নিয়ে একাধিক বাক্যবাণ ছুড়ছিলেন তিনি। আচমকাই সেই সময় উপস্থিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মাঝপথেই বক্তৃতা থামিয়ে দেন বিজয়। বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের মতে, অভিনেতাকে ছুঁয়ে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় উপস্থিত জনতার মধ্যে।

প্রাথমিক অনুমান, জনসভায় অনেক বেশি ভিড় হয়েছিল। উদ্যোক্তারা আশা করেননি এত লোকের জমায়েত হবে। বিজয় বক্তৃতা দিতে উঠতেই ভিড় ক্রমশ বাড়তে থাকে। তার ফলেই জনতার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কয়েক জন দলীয় কর্মী অসুস্থ হয়ে পড়েন। কয়েকটি শিশু জ্ঞান হারায়। দ্রুত অসুস্থদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে চাপিয়ে হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন ওই সিনেমার অভিনেতা আল্লু অর্জুন। এই ঘটনাতেই তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। পরে আদালত তাকে জামিন দেয়।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফলাফল জালিয়াতির অভিযোগে অভিযান Sep 28, 2025
img
সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বাসভবন ঘিরে রেখেছে যৌথবাহিনী Sep 28, 2025
img
নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা Sep 28, 2025
img
‘সাহো’ সিনেমার পর রাম চরণের সঙ্গে কাজের পরিকল্পনা ভেস্তে যায় পরিচালক সুজিতের Sep 28, 2025
img
আগামী বছর হজের জন্য ৮ মাস আগেই প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব Sep 28, 2025
img
যখন আশা হারিয়ে ফেলি, তখনই সব নতুন করে শুরু হলো : শবনম ফারিয়া Sep 28, 2025
img
ব্যক্তিগত ছবির অপব্যবহার নিয়ে মুখ খুললেন সাই পল্লবী Sep 28, 2025
img
নীলক্ষেতে ব্যালট ছাপানোর তথ্য কর্তৃপক্ষকে সহযোগী ভেন্ডর অবহিত করেনি: ঢাবি উপাচার্য Sep 28, 2025
img
সৌদির কাছে পরমাণু অস্ত্র বিক্রি নিয়ে তথ্য দিলো পাকিস্তান Sep 28, 2025
img
ডলার মজুদে আইএমফের শর্ত পূরণ করেছে বাংলাদেশ Sep 28, 2025
img
ইউএন-হ্যাবিট্যাটকে বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান প্রধান উপদেষ্টার Sep 28, 2025
img
শাকিবের নায়িকা হচ্ছেন হানিয়া আমির! Sep 28, 2025
img
ভোট পরিচালনার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করছে ইসি : সিইসি Sep 28, 2025
img
সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন : তারেক রহমান Sep 28, 2025
img
বিশ্বের প্রথম ‘নেট-জিরো এনার্জি মসজিদ’ তৈরি হচ্ছে আবুধাবিতে Sep 28, 2025
img
আমরা ৯টি আইন সংশোধন করেছি : সিইসি Sep 28, 2025
img
শ্রদ্ধা কাপুরের লাল শাড়ি নজর কাড়ল সবার Sep 28, 2025
img

২৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময়ের হার Sep 28, 2025
img
এবার নির্বাচনের সঙ্গে জড়িতরাও ভোট দিতে পারবেন: সিইসি Sep 28, 2025
img
ইসির নির্বাচনী সংলাপ শুরু Sep 28, 2025