লাদাখ আন্দোলন

বাংলাদেশে এসেছিলেন ওয়াংচুক, ছিল পাক গোয়েন্দার সঙ্গে যোগাযোগ- দাবি পুলিশের

লাদাখ রাজ্য মর্যাদা আন্দোলনের অন্যতম নেতা এবং ‘থ্রি ইডিয়টসের’ বাস্তব চরিত্র সোনম ওয়াংচুকের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ এবং সহিংসতা উসকে দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) লাদাখ পুলিশের মহাপরিচালক (ডিজিপি) এস ডি সিং জামওয়াল এক সংবাদ সম্মেলনে জানান, সম্প্রতি তিনি পিআইওর এক পাকিস্তানি গোয়েন্দার সঙ্গে ওয়াংচুকের যোগাযোগ করেছিলেন এবং তিনি পাকিস্তান ও বাংলাদেশ সফরও করেছেন।

জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত বুধবার লাদাখে সহিংসতায় চারজন বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় ওয়াংচুককে উসকানিদাতা হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে কড়া ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় মামলা করা হয়েছে, যা জামিন ছাড়া দীর্ঘ মেয়াদে আটক রাখার সুযোগ দেয়।

সূত্র জানায়, তাকে রাজস্থানের জোধপুরে একটি বিশেষ কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকাতে কারফিউ জারি করা হয়েছে লেহ এলাকায় এবং ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। ডিজিপি জামওয়াল জানান, সোনম ওয়াংচুক পাকিস্তানে গিয়ে একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন।

তিনি বলেন, ‘আমরা সম্প্রতি একজন পাকিস্তানি গোয়েন্দাকে গ্রেপ্তার করেছি, যিনি ওয়াংচুকের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং সীমান্তের ওপারে তথ্য পাঠাতেন। আমাদের কাছে এর রেকর্ড আছে। তিনি পাকিস্তানে ‘ডনের’ একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন, বাংলাদেশেও গেছেন। তার বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে।’

এ সময় এনডিটিভির এক প্রশ্নের জবাবে জামওয়াল বলেন, ‘আমরা এমন একজনকে পেয়েছি, যিনি সীমান্তের ওপারে তথ্য পাঠাচ্ছিলেন। তাকে নজরদারিতে রাখা হয়েছে।’ ওয়াংচুকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২৪ সেপ্টেম্বর লেহ অঞ্চলে সহিংসতা উসকে দেন। জামওয়াল বলেন, ‘সোনম ওয়াংচুকের উসকানির ইতিহাস রয়েছে। তিনি আরব বসন্ত, নেপাল ও বাংলাদেশের আন্দোলনের উদাহরণ টেনে বক্তব্য দিয়েছেন।’

ডিজিপি আরও বলেন, ‘এই প্রক্রিয়ায় কিছু তথাকথিত পরিবেশবাদী কর্মী যুক্ত ছিলেন। তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। তারা পুরো প্ল্যাটফর্মটি দখল করার চেষ্টা করেন, আর এখানে প্রধান নাম হচ্ছে সোনম ওয়াংচুক। তিনি অতীতেও এমন বক্তব্য দিয়েছেন এবং প্রক্রিয়াটি ভেস্তে দিতে কাজ করেছেন।’ এছাড়া ওয়াংচুকের বিরুদ্ধে বিদেশি অর্থায়ন আইনের লঙ্ঘনের অভিযোগও তদন্তাধীন।

কারফিউয়ের বিষয়ে জামওয়াল জানান, ধাপে ধাপে এটি শিথিল করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘আমরা দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত পুরোনো শহরে কারফিউ শিথিল করব। আর নতুন এলাকায় ৩টা ৩০ থেকে ৫টা ৩০ পর্যন্ত শিথিল করা হবে।’

সূত্র: এনডিটিভি

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
৭০ বছর পর নতুন নামে রিয়াল মাদ্রিদের ঐতিহ্যবাহী হোম ভেন্যু Nov 14, 2025
img
মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ভোটে শীর্ষে মিথিলা Nov 14, 2025
img
নিজেদের তৈরি প্রথম হাইব্রিড কার্গো বিমান উদ্বোধন করল আমিরাত Nov 14, 2025
img
রাজশাহীতে আ.লীগ ও যুবলীগের ৩ জনসহ গ্রেপ্তার ২৬ Nov 14, 2025
img
এস.এস. রাজামৌলির পরিচালনায় ‘গ্লোবট্রটার’ ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা Nov 14, 2025
img
মিরপুরে বাসে অগ্নিসংযোগের পর পালাতে গিয়ে যুবকের মৃত্যু Nov 14, 2025
img
দক্ষিণ কোরিয়ায় জনশক্তি রপ্তানি বাড়াতে চান উপদেষ্টা আসিফ নজরুল Nov 14, 2025
img
গণভোট ও নির্বাচন একসঙ্গে হওয়া প্রসঙ্গের ব্যাখ্যা দিলেন মির্জা গালিব Nov 14, 2025
img
'যে সৎ কাজটা তোমাকে ভয় দেখায়, সেটাই করো' Nov 14, 2025
img
“যে বিষয়ে কিছুই জানি না, সেখানে যাব না। অন্তত লোক হাসাতে চাই না” Nov 14, 2025
img
কুমিল্লার দেবিদ্বার থেকেই নির্বাচন করব: হাসনাত আবদুল্লাহ Nov 14, 2025
img
নোয়াখালীতে জামায়াত প্রার্থীর গণসংযোগ, যুবদলের হামলার অভিযোগ Nov 14, 2025
img
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক Nov 14, 2025
img
আর্জেন্টিনার অনুশীলনে স্পেনে বিশাল জনসমাগম, মেসির কৃতজ্ঞতা প্রকাশ Nov 14, 2025
img
ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস Nov 14, 2025
img
আজ থেকে শুরু খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা Nov 14, 2025
img
আমি ব্যর্থ হয়েছি, জোড় হাতে ক্ষমা চাইছি: শাওন Nov 14, 2025
img
দেশের ৪ বিভাগে নতুন কমিশনার Nov 14, 2025
img
আড়াইহাজারে বিএনপি-আওয়ামী লীগ দফায় দফায় সংঘর্ষে আহত ১৫ Nov 13, 2025
img
এই ফলাফলে খুশি নই, হতাশাজনক: ক্যাবরেরা Nov 13, 2025