ইইউ বা ন্যাটো দেশগুলোর ওপর আক্রমণের কোনো ইচ্ছা নেই রাশিয়ার: রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তার দেশের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বা ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোতে আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই। তবে, মস্কোর বিরুদ্ধে যেকোনো ধরনের ‘আক্রমণের’ জবাবে ‘চূড়ান্ত প্রতিক্রিয়া’ দেয়া হবে বলে সতর্ক করেন তিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেয়া এক বিস্তৃত বক্তব্যে ল্যাভরভ বলেন, পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে হুমকি ‘দিন দিন বেড়েই চলেছে’।

ল্যাভরভ তার বক্তব্যে ইসরায়েলেরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা রাশিয়া করলেও গাজায় ফিলিস্তিনিদের ‘নৃশংস হত্যাকাণ্ড’ এবং পশ্চিম তীরকে দখলের পরিকল্পনার কোনো ন্যায়সংগততা নেই।

হামাস-নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৬৫,৯২৬ জন নিহত হয়েছেন। অপরদিকে, ৭ অক্টোবর হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল।

ল্যাভরভ বলেন, ইসরায়েল তার হামাস বিরোধী অভিযানকে ঢাল হিসেবে ব্যবহার করে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও যেমন: কাতারে বিমান হামলা চালাচ্ছে, যা পুরো অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে।

ইরান নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ল্যাভরভ পশ্চিমা শক্তিগুলোকে কূটনৈতিক প্রচেষ্টা ধ্বংস করার অভিযোগ করেন। তিনি বলেন, রাশিয়া ও চীনের নেতৃত্বে একটি শেষ মুহূর্তের প্রস্তাব ব্যর্থ হওয়ার পর ইরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা রাশিয়ার মতে ‘অবৈধ’।

ইউরোপে উত্তেজনার বিষয়ে ল্যাভরভ বলেন: ‘রাশিয়ার বিরুদ্ধে বলপ্রয়োগের হুমকি - বিশেষ করে, তাকে ন্যাটো ও ইইউতে হামলার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা - এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট পুতিন বারবার এসব উসকানিকে ভিত্তিহীন বলে প্রমাণ করেছেন। রাশিয়ার অতীতে কখনও এমন কোনো পরিকল্পনা ছিল না, এখনও নেই। তবে রাশিয়ার বিরুদ্ধে কোনো আক্রমণ হলে, তা চূড়ান্তভাবে প্রতিহত করা হবে।’

এদিকে, এস্তোনিয়া অভিযোগ করেছে যে, রাশিয়ান যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। পোল্যান্ডের আকাশেও রুশ ড্রোন প্রবেশের অভিযোগে সম্প্রতি ন্যাটো একটি প্রতিরক্ষা অভিযান চালায়।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটো দেশগুলো উচিত তাদের আকাশসীমায় রুশ বিমান গুলি করে ভূপাতিত করা। আর ন্যাটো জানিয়েছে, যে কোনো সামরিক বা অসামরিক উপায়ে নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করা হবে।

ইউক্রেনে যুদ্ধের প্রসঙ্গে ল্যাভরভ বলেন, ‘বর্তমান মার্কিন প্রশাসনের মধ্যে আমরা ইউক্রেন সংকটের একটি বাস্তবসম্মত সমাধানের আগ্রহ দেখি, এবং একই সঙ্গে আদর্শবাদ ত্যাগ করে যৌক্তিক সহযোগিতার প্রবণতাও দেখা যাচ্ছে।’

সূত্র: আল জাজিরা।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
যখন আশা হারিয়ে ফেলি, তখনই সব নতুন করে শুরু হলো : শবনম ফারিয়া Sep 28, 2025
img
ব্যক্তিগত ছবির অপব্যবহার নিয়ে মুখ খুললেন সাই পল্লবী Sep 28, 2025
img
নীলক্ষেতে ব্যালট ছাপানোর তথ্য কর্তৃপক্ষকে সহযোগী ভেন্ডর অবহিত করেনি: ঢাবি উপাচার্য Sep 28, 2025
img
সৌদির কাছে পরমাণু অস্ত্র বিক্রি নিয়ে তথ্য দিলো পাকিস্তান Sep 28, 2025
img
ডলার মজুদে আইএমফের শর্ত পূরণ করেছে বাংলাদেশ Sep 28, 2025
img
ইউএন-হ্যাবিট্যাটকে বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান প্রধান উপদেষ্টার Sep 28, 2025
img
শাকিবের নায়িকা হচ্ছেন হানিয়া আমির! Sep 28, 2025
img
ভোট পরিচালনার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করছে ইসি : সিইসি Sep 28, 2025
img
সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন : তারেক রহমান Sep 28, 2025
img
বিশ্বের প্রথম ‘নেট-জিরো এনার্জি মসজিদ’ তৈরি হচ্ছে আবুধাবিতে Sep 28, 2025
img
আমরা ৯টি আইন সংশোধন করেছি : সিইসি Sep 28, 2025
img
শ্রদ্ধা কাপুরের লাল শাড়ি নজর কাড়ল সবার Sep 28, 2025
img

২৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময়ের হার Sep 28, 2025
img
এবার নির্বাচনের সঙ্গে জড়িতরাও ভোট দিতে পারবেন: সিইসি Sep 28, 2025
img
ইসির নির্বাচনী সংলাপ শুরু Sep 28, 2025
img
থালাপতি বিজয়ের বাড়িতে সাধারণ মানুষের হামলায় নিরাপত্তা বৃদ্ধি Sep 28, 2025
img
সুষ্ঠু সুন্দর ভোট করতে নতুন নতুন কাজ হাতে নিয়েছে ইসি : সিইসি Sep 28, 2025
img
বারবার শান্তি প্রক্রিয়া নস্যাৎ করছেন নেতানিয়াহু- স্পেনের প্রধানমন্ত্রীকে এরদোয়ান Sep 28, 2025
img
এলডিসি মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নি‌য়ে‌ছেন পররাষ্ট্র উপদেষ্টা Sep 28, 2025
img
আ. লীগ নেতারা আপনাদের বেয়াই লাগে নাকি?, বিএনপি নেতার ক্ষোভ Sep 28, 2025