তুরস্কের পশ্চিমাঞ্চলে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে এখনও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রতিবেদন মতে, রোববার (২৮ সেপ্টেম্বর) পশ্চিম তুরস্কের কুতাহিয়া প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ওই প্রদেশের সিমাভ শহর এবং আশেপাশের এলাকাগুলোকে কেঁপে ওঠে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ৫৯ মিনিট) প্রায় ৮.৪৬ কিলোমিটার (৫.২ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হেনেছে।
তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর আগে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তুরস্কের কুলা প্রদেশে ৫.২ মাত্রার ভূমিকম্প আাঘাত হানে।
ওই ভূমিকম্পের প্রভাব তুরস্কের রাজধানী আঙ্কারাতেও অনুভূত হয় বলে জানান স্থানীয়রা। আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
কুলা প্রদেশে কম্পনের তীব্রতা ছিল বেশি। কিছু ভবন ধসে পড়ে বলেও খবরে জানানো হয়। তবে কোনো প্রাণহানি ঘটেনি।
এর আগে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে গ্রিস ও এর আশেপাশের অঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপরই তুরস্কেও ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্প ৭৮ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এর ফলে ইসরায়েল, লেবানন ও জর্ডনেও কম্পন অনুভূত হয়।
এখন থেকে প্রায় দুই বছর আগে ২০২৩ সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। প্রথমে ৭.৮ মাত্রার একটি, এরপর ৭.৫ মাত্রার আরেকটি।
তারপর বেশ কয়েকটি আফটারশক।
ওই ভূমিকম্পে অনেক ভবন, ঘরবাড়ি ধসে পড়ে এবং অন্তত ৫৯ হাজার মানুষ প্রাণ হারান। এই ভূমিকম্পের প্রভাব সিরিয়াতেও পড়ে। সিরিয়ায় ৮ হাজার মানুষ প্রাণ হারায়।
এমআর/এসএন