‘রাজনীতি নিষিদ্ধ’ তবুও চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের রাজনীতি নিষিদ্ধ রয়েছে। তারপরও সেখানে আনুষ্ঠানিকভাবে কমিটি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। যদিও চমেক অধ্যক্ষের দাবি, কমিটি হলেও ক্যাম্পাসে ছাত্রদলের দৃশ্যমান কার্যক্রম নেই। যদি কোনো ছাত্র সংগঠন ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

গত ২৪ সেপ্টেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয়েছে হাসিবুল হাবিবকে, সাধারণ সম্পাদক করা হয়েছে শাফায়েত হোসেন শিশিরকে। তাদেরকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কেন্দ্র থেকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ২০২৪ সালের ১০ আগস্ট মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় চমেক প্রশাসন।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, ২০২১ সালের ৩ মার্চ একাডেমিক কাউন্সিলের সভার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী কলেজ ক্যাম্পাসে সুষ্ঠু ও সুশৃংখল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যাপ্ত চমেক ও সংশ্লিষ্ট এলাকায় সব সভা-সমাবেশ, মিছিল, স্লোগান ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়েছিল। ২০২৪ সালের ১০ আগস্ট অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক ও অন্যান্য সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে চট্টগ্রাম মেডিকেল কলেজের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।’


পরে ওই বছরের ১৮ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিনের সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, চমেকের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে— ২০২১ সালের ৩ মার্চ থেকে চমেক অ্যাকাডেমিক কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক কলেজ ক্যাম্পাসে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ক্যাম্পাস, ছাত্রাবাস-ছাত্রীনিবাস ও তৎসংলগ্ন এলাকায় সব প্রকার সভা-সমাবেশ, মিছিল, স্লোগান ইত্যাদি নিষিদ্ধকরণসহ রাজনৈতিক পোষ্টার, ব্যানার, দেয়ালিকা, চিকা ইত্যাদির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজের সংশ্লিষ্ট সবাইকে এ সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন এবং এর যথাযথ বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে চমেক ছাত্রদলের নতুন কমিটির সভাপতি হাসিবুল হাবিব দেশের একটি গণমাধ্যমকে বলেন, চমেকে কাগজে-কলমে রাজনীতি নিষিদ্ধ হলেও সব সংগঠনেরই সাংগঠনিক কার্যক্রম অব্যাহত আছে। সেক্ষেত্রে হয়তো কেউ নিজেদের ব্যানারে কর্মসূচি পালন করছে না। তবে আমরা নিজেদের পরিচয়ে রাজনীতি করতে চাই। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। ৫ আগস্টের পর ক্যাম্পাসগুলোতে ইতিবাচক রাজনীতি শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা চমেকে রাজনীতি করতে চাই। এখন ক্যাম্পাস বন্ধ। খুললে আমরা অধ্যক্ষের কাছে রাজনীতি নিষিদ্ধের ঘোষণা বাতিলের দাবি জানাব।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন একটি গণমাধ্যমকে বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। কোনো সংগঠনের প্রকাশ্য কার্যক্রম নেই। ছাত্রদলের কমিটি ঘোষণার বিষয়টি আমরা জেনেছি। তবে তাদের প্রকাশ্যে কোনো কার্যক্রম নেই। যদি পরিচালনা করে, তবে আমরা আইনগত ব্যবস্থা নেব।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মা–সন্তানের ভালোবাসা নিয়ে হৃদয়ছোঁয়া বার্তা দিলেন অনুপম খের Nov 15, 2025
img
শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা, প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ Nov 15, 2025
img
খাগড়াছড়িতে দুই চীনা নাগরিক আটক Nov 15, 2025
img
জামায়াতের বিরুদ্ধে বেহেস্তের টিকিট বিক্রির অপবাদ উদ্দেশ্যপ্রণোদিত: গোলাম রব্বানী Nov 15, 2025
img
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার Nov 15, 2025
img
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মিছিল Nov 15, 2025
img
নিঃস্বার্থ খুশিই সত্যিকারের সম্পর্ক, পরেশ রাওয়ালের বার্তা Nov 15, 2025
img
আর্জেন্টিনাসহ চার দেশের ওপর থেকে শুল্ক তুলে নিচ্ছেন ট্রাম্প Nov 15, 2025
img
কিশোরগঞ্জে আওয়ামী লীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার Nov 15, 2025
img
শিল্পের আগে জীবনের গুরুত্ব নিয়ে স্পষ্ট বার্তা পঙ্কজ ত্রিপাঠীর Nov 15, 2025
img
বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে বিদায় যুক্তরাষ্ট্রের Nov 15, 2025
img
ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র করছে: মুরাদ Nov 15, 2025
img
মেক্সিকোর কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় আর্জেন্টিনার Nov 15, 2025
img
কিউই তারকা পেসারকে কোচ বানাল শাহরুখের দল Nov 15, 2025
img
টাইব্রেকারে প্যারাগুয়েকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল Nov 15, 2025
img
চুয়াডাঙ্গায় বিএনপির ৫৩ নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে Nov 15, 2025
img
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার হওয়া নারীর জামিন নামঞ্জুর Nov 15, 2025
img
গ্ল্যামার নিয়ে প্রথমদিকে সমালোচনার মুখে পড়েছিলেন কোয়েল মল্লিক Nov 15, 2025
img
মেসি-মার্টিনেজের গোলে বছরের শেষটা দারুণ এক জয়ে রাঙালো আর্জেন্টিনা Nov 15, 2025
img
মায়ের ত্যাগ স্মরণ করে আবেগাপ্লুত বোমান ইরানি Nov 15, 2025