আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্লাভিয়া প্রাহাকে সহজেই হারাল ইন্টার মিলান। অন্যদিকে বেনফিকার আত্মঘাতী গোলের কল্যাণে জয় পেল চেলসি। সান সিরোতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে স্লাভিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার। দলের হয়ে অন্য গোলটি করেছেন ডেনজেল ডামফ্রিস। স্টামফোর্ড ব্রিজে ১-০ ব্যবধানে জিতেছে চেলসি।
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে আয়াক্সকে ২-০ গোলে হারিয়েছিল ইন্টার। সে ম্যাচে ছিলেন না লাউতারো। দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই বাজিমাত করলেন তিনি। মৌসুমে নিজের প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তুলে নিলেন জোড়া গোল। পুরো ম্যাচে ৫৮ শতাংশ সময় বল দখলে রাখা ইন্টারকে ৩০তম মিনিটেই এগিয়ে দেন এ আর্জেন্টাইন। প্রাহার গোলরক্ষক জিন্দরিচ স্টানেকের ভুলের সুযোগ কাজে লাগান তিনি। নিজ দলের খেলোয়াড়কে ছোট পাস দিতে গিয়ে লাউতারোর পায়েই বল দিয়ে বসেন স্টানেক। খালি জালে বল জড়িয়ে উল্লাসে মাতেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
তিন মিনিট পর মার্কাস থুরামের থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন ডামফ্রিস। এরপর ৬৫তম মিনিটে গিয়ে তৃতীয় গোলটি আদায় করে নেয় ইন্টার। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে পেনাল্টি এরিয়ায় পাস দেন বাস্তোনি। অরক্ষিত অবস্থায় বল পেয়ে আলতো ছোঁয়ায় জালে জড়িয়ে নেন লাউতারো। তাতে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার।
অন্যদিকে স্টামফোর্ড ব্রিজে ৫৭ শতাংশ সময় বল দখলে রেখে ৮টি শট নিয়ে ৩টি গোলমুখে রেখেও বেনফিকার জালে বল জড়াতে পারেনি চেলসি। তবে জয়টা ঠিকই পেয়েছে তারা। তাদের গোল উপহার দিয়েছেন প্রতিপক্ষ দলের মিডফিল্ডার রিচার্ড রিওস। ১৮তম মিনিটে গোললাইনের কাছ থেকে গার্নাচোর পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ান এ কলম্বিয়ান। পুরো ম্যাচে ৯টি শট নিয়ে ৩টি গোল লক্ষ্য বরাবর রাখতে পারলেও জালের দেখা পায়নি বেনফিকা। তাতে জোসে মরিনহোকে স্টামফোর্ড ছাড়তে হয় হার নিয়ে। জয় পেলেও ম্যাচের শেষদিকে ধাক্কাও খায় ব্লুজ। জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জোয়াও পেদ্রো। ফলে পরের ম্যাচে তাকে পাচ্ছে না চেলসি।
এদিন চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে আতালান্তা, মার্শেইও। ক্লাব ব্রুজকে ২-১ ব্যবধানে হারিয়েছে আতালান্তা আর আয়াক্সকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মার্শেই। বোদো/গ্রিমতের বিপক্ষে ২-২ গোলের সমতায় নিয়ে মাঠ ছেড়েছে টটেনহ্যাম হটস্পার।
এসএস/এসএন