জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘আমরা একটা বহুদলীয় গণতান্ত্রিক পরিস্থিতি চাই। যদি দুইটা দল থাকে এবং সঙ্গে তাদের মিত্ররা থাকে তাহলে কী হবে? একটা দ্বি-দলীয় পরিস্থিতি বা দ্বি-দলীয় ব্লক। আমরা বলেছি যে, মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোকে নিয়ে আমরাও একটা ব্লক হতে চাই। এটা খুব স্বাভাবিক।
সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে তিনি এসব কথা বলেন। সারোয়ার তুষার বলেন, ‘ইলেকশনের আগে কারো সঙ্গে আমাদের জোট হবে কিনা এটা তফসিল ঘোষণার পরে বোঝা যাবে। এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে একটা বহুদলীয় গণতান্ত্রিক পরিস্থিতি বা স্পেসের মধ্যে ভিন্ন ভিন্ন অন্তত দুই তিনটা ব্লক। দুইটার অধিক ব্লক থাকা দরকার।
এনসিপির সঙ্গে যারা সহমত তাদের সঙ্গে কথা হচ্ছে।’ তুষার বলেন, ‘গণ অধিকারের সঙ্গে একটা আলোচনা হচ্ছে। নুরুল হক নুর চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। তিনি এই দলের প্রধান।
তিনি এলে তখন আমাদের একটা চূড়ান্ত আলোচনা হবে তাদের সঙ্গে। দুই দল মিলে একদল হওয়া, কীভাবে এনসিপির সাংগঠনিক কাঠামোর মধ্যে তাদেরকে জায়গা দিতে পারি এবং নুরুল হক নুরসহ তাদের যারা শীর্ষ নেতৃত্ব আছেন তাদেরকে ফরমিডেবল পোস্ট দেওয়া আমাদের জন্য আমলে নেওয়ার মতো ব্যাপার।’
তুষার আরো বলেন, ‘তারা যথেষ্ট পরিমাণে ইন্টারেস্টেড এবং আমরা যথেষ্ট পরিমাণে ইতিবাচক। আওয়ামী লীগ আমলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে আমাদের একসঙ্গে আন্দোলন করার অনেকগুলো উদাহরণ আছে। ফলে আমরা মনে করি, যেটুকু দূরত্ব আছে এটা মিট করা সম্ভব।
এসএস/এসএন