অনেকদিন ধরে চলা জল্পনা ও নাটকের পর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে প্রার্থী হিসেবে থাকা ১৬ জন প্রার্থী নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে করে প্রতিদ্বন্দ্বী হিসেবে বাকি রইলেন ৩৪ জন প্রার্থী। তাদের মধ্যে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জেলা-বিভাগের ক্যাটাগরিতে ১০ পরিচালকের মধ্যে ৬ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
খুলনা বিভাগ থেকে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক আবদুর রাজ্জাক এবং জুলফিকার আলী খান, বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং সিলেট থেকে রাহাত সামস আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের এক প্রার্থী করে মনোনয়নপত্র প্রত্যাহার করার পর, চট্টগ্রাম বিভাগ থেকে সংগীতশিল্পী আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আইকে/টিএ