চেলসির জার্সিতে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন আলেহান্দ্রো গারনাচো। বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ১-০ গোলের জয়ে ভূমিকা রাখা এই আর্জেন্টাইন উইঙ্গার ম্যাচের পর ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের কঠিন সময়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
গ্রীষ্মকালীন ট্রান্সফারে ৪০ মিলিয়ন পাউন্ডে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেওয়া গারনাচোর কাটব্যাক থেকে আত্মঘাতী গোল হয়, যা হোসে মরিনহোর ঘরে ফেরাকে হতাশায় রূপ দেয়।
ইউনাইটেডে রুবেন আমোরিমের অধীনে মার্কাস রাশফোর্ড, জেডন সানচো, এন্টনি ও টাইরেল ম্যালাসিয়ার সঙ্গে তাকে রাখা হয়েছিল তথাকথিত ‘বোম্ব স্কোয়াডে’, যারা একা একা অনুশীলন করতেন।
সেই সময়টাকেই জীবনের খারাপ অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন ২১ বছর বয়সী এই তারকা।
গারনাচো বলেন, ‘ওখানে সময়টা কঠিন ছিল, শুধু একা ট্রেনিং করতে হয়েছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে বলার মতো কোনো খারাপ কিছু নেই। এটা জীবনের একটা খারাপ মুহূর্ত ছিল।
এখন আমি এখানে খুশি, চ্যাম্পিয়নস লিগে খেলতে পারছি এবং আজ তিন পয়েন্ট পেয়েছি।’ ২০২০ সালে ১৬ বছর বয়সে ইউনাইটেডের একাডেমিতে যোগ দেওয়া গারনাচো ছিলেন ক্লাবের সেরা প্রতিভাদের একজন। তবে প্রাক-মৌসুমে সমস্যা পেরিয়ে শেষ পর্যন্ত তিনি চেলসিতে যোগ দেন। দুই সপ্তাহ আগে ওল্ড ট্র্যাফোর্ডে সাবেক ক্লাবের বিপক্ষে বেঞ্চে ছিলেন তিনি।
আবার লিগ কাপে লিংকন সিটির বিপক্ষে প্রথম একাদশে সুযোগ পেয়ে প্রতিপক্ষ সমর্থকের কটূক্তি শুনতে হয়েছিল তাকে। কিন্তু বেনফিকার বিপক্ষে তার পারফরম্যান্সে দারুণ সন্তুষ্ট চেলসি কোচ মারেস্কা। তিনি বলেন, ‘আলেহান্দ্রো আজ অসাধারণ খেলেছে। শুধু আক্রমণেই নয়, রক্ষণেও দারুণ কাজ করেছে। প্রেসিং ছিল দুর্দান্ত, আর বক্সে ঢুকে পড়াটা দলকে গোল এনে দিয়েছে। আমি খুবই খুশি তার পারফরম্যান্সে।’
এবি/টিএ