গাজাগামী ত্রাণবহর সুমুদ ফ্লোটিলা জব্দকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেছে ইউরোপীয় গ্রিন পার্টি। জাহাজগুলোতে অবস্থানরত মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে দলের পক্ষ থেকে।
এক বিবৃতিতে দলের সহসভাপতি ভুলা সেতসি বলেন, মানবিক ত্রাণে বাধা ও স্বাধীন পর্যবেক্ষকদের স্তব্ধ করার চেষ্টা অগ্রহণযোগ্য।
সেতসি বলেন, আমরা সকল ইউরোপীয় প্রতিষ্ঠান ও জাতীয় সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানাই। এছাড়া জাহাজে থাকা সকলের নিরাপত্তা এবং মুক্তি নিশ্চিতে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই।
সেতসি তার বিবৃতিতে গাজার বেসামরিক জনগণের কাছে জীবন রক্ষাকারী ত্রাণ জরুরিভাবে পৌঁছে দেয়ার আহ্বান জানান। এবং তাৎক্ষণিক এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিও জানান।
এছাড়া গাজায় গণহত্যা বন্ধে ইউরোপীয় ইউনিয়নকে পদক্ষেপ ও ইসরায়েলি সরকারকে বিচারের আওতায় আনারও আহ্বান জানান ইউরোপীয় গ্রিন পার্টির সহসভাপতি ভুলা সেতসি।
ইউরোপীয় গ্রিন পার্টি, ইউরোপীয় গ্রিনস নামেও পরিচিত। এটি একটি বহুজাতিক ইউরোপীয় রাজনৈতিক দল। তারা ইউরোপ জুড়ে জাতীয় দলগুলোর প্রতিনিধিত্ব করে।
এবি/টিকে