টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ার পর দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে ক্রিকবাজের প্রতিবেদন বলছে, অপেক্ষা শেষ হচ্ছে ভারতের এ দুই তারকার।
শনিবার (৪ অক্টোবর) তাদের নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানালেও রোহিত ও কোহলি এখনো ওয়ানডে থেকে অবসর নেননি। অস্ট্রেলিয়া সফরে আগামী ১৯ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ৫০ ওভারের ওই সিরিজ দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন দুজন।
ভারতের জার্সিতে সবশেষ গত মার্চে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এ দুই তারকা। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ফরম্যাটটি থেকে অবসর নিয়েছিলেন কোহলি ও রোহিত। আর টেস্টকে মাস কয়েক আগে বিদায় জানিয়েছেন তারা।
রোহিতের অনুপস্থিতিতে টেস্টে শুভমান গিল আর টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। তবে দলে ফিরলেও রোহিত ওয়ানডের নেতৃত্ব দেবেন কিনা, সেটা এখনো নিশ্চিত নয়। ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, নেতৃত্ব নিয়ে রোহিতের সঙ্গে সরাসরি কথা বলবেন নির্বাচকরা।
এদিকে বিরতি দিয়ে ফিরতে পারেন শ্রেয়াস আইয়ারও। ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। তবে সংশয় আছে তার টি-টোয়েন্টি দলে ফেরা নিয়ে। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে ভারত। সবশেষ সংক্ষিপ্ত ফরম্যাটের এশিয়া কাপের দলে ছিলেন না শ্রেয়াস। এবার তাকে ফেরানো হয় কিনা, সেটা নিশ্চিত নয়।
ইএ/টিকে