বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল বলেছেন, যদি বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করতে পারে, তাহলে দেশের প্রতিটি স্কুলের কারিকুলামে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হবে। আমরা বিশ্বাস করি, খেলাধুলা ও শিক্ষাজগত একসাথে কাজ করলে একটি ভালো সমাজ গড়ে তোলা সম্ভব। এটিই হবে আমাদের আগামীর অঙ্গীকার ও প্রত্যাশা।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের হাইস্কুল মাঠে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাবিথ আওয়াল বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফুটবলের মান উন্নয়নে কাজ করছে এবং তৃণমূল পর্যায়েও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ছোট ছোট টুর্নামেন্টগুলোতেও এখন স্পন্সর পাওয়া যাচ্ছে, যা একটি ইতিবাচক দিক। এসব ছোট দলগুলোকেই কেন্দ্র করে কেন্দ্রীয় টুর্নামেন্ট আয়োজন করব এবং সেখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় বাছাই করব। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকেই জাতীয় দলের খেলোয়াড় পাওয়া সম্ভব।
তৃণমূল পর্যায়ের কোচ ও সংগঠকদের কথা উল্লেখ করে তিনি বলেন, তৃণমূলে শুধু খেলোয়াড় নয়, যারা কোচ, সংগঠক বা স্থানীয় রাজনৈতিক নেতা- সবারই ভূমিকা রয়েছে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়া এবং ভবিষ্যতের খেলোয়াড় তৈরির জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামিরুল ইসলাম পলাশ, সাবেক সভাপতি সারোয়ার জাহান, সহ-সভাপতি মিম ফজলে আজিম প্রমুখ।
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় দেবিনগর আদর্শ যুব উন্নয়ন সংস্থা ফুটবল দল ও শুভ ফুটবল ক্লাব শাহজাহানপুর। ১-০ গোল ব্যবধানে জয়লাভ করে দেবিনগর আদর্শ যুব উন্নয়ন সংস্থা। পুরো টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
ইউটি/টিএ