ক্যাম্পাসে জানাজা শেষে ভোলার পথে ছাত্রদল নেতা হাসিবুরের মরদেহ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ডাকসুর ভিপি সাদিক কায়েম, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ জবির সক্রিয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জানাজার আগে কেন্দ্রীয় নেতারা এবং ক্যাম্পাসের কর্মীরা হাসিবুরের জুলাইয়ের গণ-অভ্যুত্থান থেকে শুরু করে সাম্প্রতিক ক্যাম্পাস আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কথা স্মরণ করেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, হাসিব অনেক ভালো ছেলে ছিলেন। প্রথম বর্ষ থেকেই ওর সঙ্গে পরিচয়। আন্দোলন-সংগ্রামে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। জুলাইয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা ও মিরপুরে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। শোক জানিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, হাসিব আমাদের ছাত্রদল পরিবারের একজন গর্বিত সদস্য। জুলাই অভ্যুত্থান ও মিরপুরের আন্দোলনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, হাসিবের সবচেয়ে বড় পরিচয়, তিনি জুলাই যোদ্ধা। আমরা তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আমাদের আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু একজন মুসলমানের মৃত্যুতে সমবেদনা জানানো সবার দায়িত্ব। হাসিবের মৃত্যুতে সর্বস্তরের মানুষের প্রতিক্রিয়া প্রমাণ করে, তিনি একজন ভালো ও মিশুক মানুষ ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তাজাম্মুল হক জানান, জানাজা শেষে মরদেহ ভোলার চরফ্যাশনের গ্রামের বাড়িতে নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি মাইক্রোবাস ব্যবস্থা করা হয়েছে, যেখানে হাসিবুরের সহপাঠীরাও যেতে পারবেন। খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে। তিনি আরও বলেন, আমাদের ক্যাম্পাস প্রত্যেক ছাত্রসংগঠনের বলয়ে একটি ফুলের বাগানে পরিণত হয়েছে। তার মধ্যে একটি ফুল ঝরে গেল। এ শোক সইবার নয়।

এর আগে রাত ১০টার দিকে রাজধানীর ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে খাবারের জন্য শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে ক্যাম্পাসসংলগ্ন হোটেল স্টার কাবাবে অবস্থান করছিলেন হাসিবুর। এ সময় হঠাৎ খিঁচুনি ওঠে ও বুকে ব্যথা অনুভব করেন তিনি। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

ইউটি/টিএ




Share this news on:

সর্বশেষ

img

২ বন্দর নিয়ে চুক্তি

কী শর্ত তা ড. ইউনূস ও আশিক চৌধুরী ছাড়া আর কেউ জানেন কি না সন্দেহ : মাসুদ কামাল Nov 20, 2025
মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগে তোলপাড়, পদত্যাগ করলেন ২ বিচারক Nov 20, 2025
img
মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ Nov 20, 2025
img
জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করলেন পপ তারকা লেডি গাগা Nov 20, 2025
img
জীবনের দুঃসময় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী জাহ্নবী Nov 20, 2025
img
রাবির সাবেক ছাত্রলীগ নেতাসহ ২ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর Nov 20, 2025
img
রাজধানীর সংসদ ভবন এলাকায় বিচারকের মোবাইল ছিনতাই Nov 20, 2025
img
৪ দিনের সফরে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব Nov 20, 2025
img
আগামী সংসদ নির্বাচনে তরুণরা বেশি গুরুত্ব পাবে : চাঁদপুরের ডিসি Nov 20, 2025
img
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ Nov 20, 2025
img
নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার Nov 20, 2025
img
সুষ্ঠু নির্বাচন নিয়ে জনগণের মধ্যে শঙ্কা রয়েছে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য Nov 20, 2025
img
হামজার আগমন বাংলাদেশকে অনেকদূর নিয়ে যাবে বলে বিশ্বাস আমিনুলের Nov 20, 2025
img

মোরসালিন

‘গোল আমার নয়, শতভাগ অবদান রাকিব ভাইয়ের’ Nov 20, 2025
img
শ্রীলঙ্কার কাছে হার, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ Nov 20, 2025
img
প্রত্যেক জেলায় পৃথক জেলা ক্রিকেট সংস্থা গড়ে তোলা হবে : আসিফ আকবর Nov 20, 2025
img
সৌদি যুবরাজের নৈশভোজে হোয়াইট হাউজে রোনালদো, প্রশংসা করলেন ট্রাম্প Nov 20, 2025
img
ফের পেছাল বিপিএলের নিলাম Nov 20, 2025
img
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল Nov 20, 2025
img
ইউরোপকে পারমাণবিক অস্ত্র অর্জনের আহ্বান জানাল এয়ারবাস চেয়ারম্যান Nov 20, 2025