কাঁচা মরিচের ঝাল বেড়ে চলছে দিন দিন।রাজধানীর কারওয়ান বাজারে কাঁচা মরিচের পাইকারী মূল এখন ৩০০ থেকে ৩২০ টাক, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রায় ৪০০ টাকায়। ঢাকার বিভিন্ন কাঁচাবাজারে আজও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। তবে গত সপ্তাহ থেকে কিছু টা কমেছে মুরগির দাম।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচামরিচ ৩৮০ থেকে ৪০০ টাকা, সিম ১৩০ থেকে ১৫০, ঢেঁড়স ৬০ থেকে ৭০, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, বেগুন,বরবটি,চিচিঙ্গা, ঝিঙ্গা, ধন্দুল ৭০-৮০টাকা। বাজার দরের উর্ধ্বগতির ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে।
সরবরাহ কম ও পূজা উপলক্ষে ভারত-বাংলাদেশ বর্ডার বন্ধ থাকায় দাম বেড়েছে কিছুটা। তবে কয়দিনের মধ্যে সস্তি ফিরতে পারে বাজর মূল্যে।
কোনো সিন্ডিকেট যেনো বাজার মূল্য বৃদ্ধিতে কারসাজি করতে না পারে তাই নিয়মিত মনিটরিং করার দাবি ভোক্তাদের।
টিকে/