চীন আর ভারতকে রাশিয়ার জ্বালানি তেল না কিনতে চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরমধ্যেই অপরিশোধিত জ্বালানি তেলের উপাদান হাইড্রোকার্বন লিকুইড ন্যাফথার নতুন বাজার খুঁজে পেলো মস্কো।
সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (CREA) - এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে প্রথম ছয় মাসে তাইওয়ান হয়ে উঠেছে রুশ ন্যাফথার সবচেয়ে বড় ক্রেতা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত তাইওয়ান ১.৯ মিলিয়ন টন হাইড্রোকার্বন লিকু্ইড আমদানি করেছে, যার মূল্য প্রায় ১.৩ বিলিয়ন ডলার।
২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ থেকে এখন পর্যন্ত প্রায় ৫ বিলিয়ন ডলারের ন্যাফথা আমদানি করেছে তাইওয়ান।
২০২২ থেকে ২০২৫ সালের জুনে রাশিয়ান ন্যাফথার অন্য বড় ক্রেতা দেশ ছিল ভারত, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও তুরস্ক। মূলত গ্যাসোলিন, কেরোসিনের মতো অপরিশোধিত জ্বালানি তেলের একটি উপাদান ন্যাফথা।
এমআর/টিকে