এভারেস্ট উপত্যকায় শতাধিক পর্যটক আটকা, চলছে উদ্ধার অভিযান

তিব্বতে এভারেস্ট পর্বতের পূর্ব দিকের উপত্যকায় ভয়াবহ তুষারঝড়ে আটকা পড়া শত শত পর্যটককে উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ ঘটনায় ৩৫০ জন পর্যটককে নিরাপদে কিউডাং নামের একটি ছোট শহরে নিয়ে যাওয়া হয়েছে। আরও ২০০ জনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা গেছে বলে জানিয়েছে সিসিটিভি।

তিব্বতের কার্মা ভ্যালি নামের এই দুর্গম উপত্যকায় চীনের জাতীয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটি কাটাতে শতাধিক পর্যটক গিয়েছিলেন। হঠাৎ করেই শুক্রবার বিকেল থেকে প্রবল তুষারপাত ও বৃষ্টি শুরু হয়, যা শনিবার পর্যন্ত চলতে থাকে। এতে প্রায় এক হাজার মানুষ আটকা পড়ে যায় বলে স্থানীয় গণমাধ্যম জিমু নিউজ জানিয়েছে।

চেন গেশুয়াং ১৮ সদস্যের দলে ছিলেন। এই পর্যটক বলেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, শীত ও ভেজা আবহাওয়ার কারণে হাইপোথারমিয়ার ঝুঁকি তৈরি হয়। আমরা রাতভর তুষারঝড়ের মধ্যে কাটিয়েছি—বজ্রপাত আর প্রবল ঠান্ডায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন।

তিনি আরও বলেন, এমন আবহাওয়া অক্টোবর মাসে আগে কখনো হয়নি। গাইড নিজেও অবাক হয়ে যান। এভারেস্ট উপত্যকায় শতাধিক পর্যটক আটকা, উদ্ধার অভিযান চলছে

চীনা টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, শতাধিক গ্রামবাসী ও উদ্ধারকর্মী তুষার পরিষ্কারে কাজ করছেন। আটকে পড়া বাকি ট্রেকারদেরও পর্যায়ক্রমে নিরাপদ স্থানে আনার চেষ্টা চলছে। তবে স্থানীয় গাইড ও বহনকারীদের (যারা ইয়াক দিয়ে সরঞ্জাম বহন করছিলেন) সবাইকে উদ্ধার করা গেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

অন্য এক ট্রেকার এরিক ওয়েন জানান, আমরা পঞ্চম ক্যাম্পে ছিলাম। রাতেই সিদ্ধান্ত নিই, নেমে আসতে হবে। তুষার এতটাই পড়ছিল যে, প্রতি ১০ মিনিটে তাঁবুর ওপর থেকে বরফ সরাতে হচ্ছিল, না হলে তাঁবু ভেঙে পড়ত। কার্মা ভ্যালি এভারেস্টের তুলনামূলক সবুজ অঞ্চল, যেখানে কাঞ্চুং গ্লেসিয়ারের গলিত পানি প্রবাহিত হয়। এর উত্তর দিকের অংশে (নর্থ ফেস) এ ধরনের বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। তবে শনিবার সন্ধ্যা থেকে পুরো এভারেস্ট সিনিক এরিয়া-তে পর্যটকদের প্রবেশ ও টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, তিব্বতের দক্ষিণে নেপালের পাহাড়ি অঞ্চলেও একই সময়ে প্রবল বৃষ্টিতে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। নেপালের ইলাম জেলাসহ বিভিন্ন এলাকায় ভূমিধসে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন এবং অন্তত ৯ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে।

সূত্র : এনডিটিভি

Share this news on:

সর্বশেষ

img
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার গুঞ্জনে মুখ খুললেন আমির Oct 06, 2025
img
আমি অন্য কারও স্ক্রিপ্টে বাঁচার জন্য জন্মাইনি: বাঁধন Oct 06, 2025
img
বাংলাদেশে নির্বাচনে যেই ক্ষমতায় আসুক তার সঙ্গেই কাজ করবে দিল্লি Oct 06, 2025
img
বিএনপি ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করার চেষ্টা করবো : বুলু Oct 06, 2025
img
‘রাতটা আমার সঙ্গে থাকো’, বাবার নায়িকাকে যে প্রস্তাব দিয়েছিলেন অভিষেক Oct 06, 2025
img
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ গবেষক Oct 06, 2025
img
আগামী নির্বাচনে বাংলাদেশের সরকারে যারাই আসুক, সমর্থন করবে ভারত: বিক্রম মিশ্রি Oct 06, 2025
img
দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার Oct 06, 2025
img
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বন্ধের আদেশ শিক্ষা মন্ত্রণালয়ের Oct 06, 2025
img
পাকিস্তানি ব্যাটারের বিতর্কিত আউট : বিশেষজ্ঞদের মতামত Oct 06, 2025
img
এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে: তাজুল ইসলাম Oct 06, 2025
যাদু টোনা থেকে বাঁচার উপায় | ইসলামিক টিপস Oct 06, 2025
img
‘এটা সম্পূর্ণ প্রতারণা’, ভুয়া আইডি নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া Oct 06, 2025
তুষারঝড়ে এভারেস্টে আটকা হাজার অভিযাত্রী, নেপালে মৃত্যুর সংখ্যা ৪৭ Oct 06, 2025
img
ফরিদপুরে ক্যারাম খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ আহত ১৫ Oct 06, 2025
img
রোহিতকে আরও খারাপ খবরের জন্য অপেক্ষা করতে বললেন গাভাস্কার Oct 06, 2025
বিসিবি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট জাভেদ ওমর বেলিম Oct 06, 2025
আফগানদের উড়িয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ Oct 06, 2025
নারীদের আত্মকর্মসংস্থানের বিভিন্ন প্রদর্শনী দেখলেন শ্রম উপদেষ্টা Oct 06, 2025
img
এভারেস্ট উপত্যকায় শতাধিক পর্যটক আটকা, চলছে উদ্ধার অভিযান Oct 06, 2025