চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী মো. ইব্রাহিম হোসেন রনির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ছাত্রদল।
বুধবার (০৮ অক্টোবর) বেলা পৌনে দুইটার দিকে চাকসু ভবনের দ্বিতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জমা দেয় সংগঠনটির নেতারা।
ছাত্রদলের অভিযোগ, ইব্রাহিম হোসেন রনি দুপুরে শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের (নতুন কলা ভবন) ইতিহাস বিভাগের একটি শ্রেণিকক্ষে গিয়ে প্রচারণা চালান। এ সময় শ্রেণিকক্ষের সাউন্ড সিস্টেম ব্যবহার করে প্রায় ২০ মিনিট ধরে প্রচারণা চালানো হয়, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।
অভিযোগ দেওয়ার সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন, জিএস প্রার্থী শাফায়েত হোসেন এবং দপ্তর সম্পাদক পদপ্রার্থী তৌহিদুল ইসলামসহ অন্য নেতাকর্মী।
চাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধিমালার ৪(ঙ) ধারা অনুযায়ী, ক্লাস বা পরীক্ষা চলাকালীন অনুষদ বা আশপাশে কোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না এবং সাউন্ড সিস্টেম ব্যবহার নিষিদ্ধ। ছাত্রদলের অভিযোগ অনুযায়ী, ইব্রাহিম হোসেন এ নিয়ম ভঙ্গ করেছেন।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান দেশের একটি গণমাধ্যমেকে বলেন, ‘ছাত্রশিবির প্যানেলের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন—এ তথ্য আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি। কমিশনের দ্রুত পদক্ষেপ কামনা করছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. ইব্রাহিম হোসেন কালবেলাকে বলেন, তারা যে বিষয়টি নিয়ে (ছাত্রদল) অভিযোগ করেছে, তার সাথে নির্বাচনী প্রচারণার কোনো সম্পর্ক নেই। আমি আমার একাডেমিক কাজে বিভাগে গেছি। সেখানে বিভাগের ছোট ভাইরা এলামনাই নিয়ে একটা প্রশ্ন করে, আমি তার উত্তর দিয়েছি। এটা কেউ একজন ভিডিও করেছি। এটা ষড়যন্ত্রেরই অংশ।
প্রধান নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক মনির উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আচরণবিধি পর্যবেক্ষণে বিশ্ববিদ্যালয়ে পৃথক কমিটি রয়েছে। বিষয়টি তাদের কাছে পাঠানো হবে।’
আইকে/টিকে