শান্তিতে নোবেল ঘোষণা আজ

এ বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষিত হবে আজ (১০ অক্টোবর)। সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় দুপুর ৩টায় শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এবার মোট ৩৩৮ জন প্রার্থী মনোনীত হয়েছেন। শান্তিতে নোবেল জয়ীকে বেছে নেন নরওয়েজিয়ান নোবেল কমিটি, যা পাঁচজন সদস্য নিয়ে গঠিত। রাজনৈতিক দলগুলোর সুপারিশে তাদের নিয়োগ দেয় নরওয়ের পার্লামেন্ট।

আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইলে বর্ণিত মানদণ্ড পূরণ করে বিশ্বের যে কেউ এই পুরস্কার পেতে পারেন। উইলে বলা হয়েছে, পুরস্কার দেওয়া হবে সেই ব্যক্তিকে ‘যিনি জাতিগুলোর মধ্যে বন্ধুত্ব বাড়াতে, স্থায়ী সেনাবাহিনীর বিলোপ বা হ্রাসে এবং শান্তি সম্মেলনের আয়োজন ও প্রচারে সর্বাধিক বা শ্রেষ্ঠ অবদান রেখেছেন।’ পুরস্কার কমিটির সচিব এবং কমিটির কাজের প্রস্তুতি তদারক নিয়োজিত ক্রিস্টিয়ান বার্গ হারপভিকেন বলেন, ‘পুরস্কারটি বর্তমান প্রেক্ষাপটে মূল্যায়ন করতে হয়’। পুরস্কার কমিটির সচিব আলোচনায় অংশ নেন, তবে ভোট দেন না।

হাজার হাজার মানুষ প্রার্থী প্রস্তাব করতে পারেন। এর মধ্যে রয়েছে সরকার ও পার্লামেন্টের সদস্যরা, বর্তমান রাষ্ট্রপ্রধানরা, ইতিহাস, সমাজবিজ্ঞান, আইন ও দর্শনের অধ্যাপকরা এবং আগের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরাও। এ বছর ৩৩৮টি মনোনয়ন এসেছে। 

মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি। কমিটির সদস্যরাও তাদের প্রথম বৈঠক পর্যন্ত নতুন মনোনয়ন দিতে পারেন। সব মনোনয়ন আলোচনা করে, একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়। প্রতি প্রার্থীকে স্থায়ী উপদেষ্টা ও বিশেষজ্ঞদের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। কমিটি প্রতি মাসে একবার করে বৈঠক করে। তারা সাধারণত ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করে, তবে না পারলে ভোটে সিদ্ধান্ত হয়।


যদিও পুরো তালিকাটি গোপন রাখা হয়, মনোনয়নদাতারা চাইলে তা প্রকাশ করতে পারেন। এ বছর প্রকাশিত নামগুলোর মধ্যে অন্যতম আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), ন্যাটো, হংকংয়ের বন্দী কর্মী চাউ হ্যাং-তুং, এবং কানাডার মানবাধিকার আইনজীবী ইরউইন কটলার।

কম্বোডিয়া, ইসরাইল ও পাকিস্তানের নেতারা বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন। তবে তাদের মনোনয়ন বসন্ত ও গ্রীষ্মে অর্থাৎ ৩১ জানুয়ারির শেষ সময়সীমার পর জমা পড়ায়, সেগুলো ২০২৫ সালের পুরস্কারের জন্য বিবেচিত হবে না।  যারা নোবেল পুরস্কার জিতবেন, তারা স্বর্ণ পদকের সঙ্গে পাবেন এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা বা প্রায় ১২ লাখ মার্কিন ডলার। বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয় প্রতি বছর ১০ ডিসেম্বর।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
অনন্যা পাণ্ডের তোপের মুখে আলিয়া ভাট, ‘সুযোগসন্ধানী’ আখ্যা Jan 12, 2026
img
২০০৮ সাল থেকেই নির্বাচনব্যবস্থা ধ্বংসের প্রক্রিয়া শুরু : শফিকুল আলম Jan 12, 2026
img
কেন বিয়ে করছেন না অঙ্কুশ-ঐন্দ্রিলা? জানালেন কারণ Jan 12, 2026
img
এই বছরটাই আমার চূড়ান্ত সিদ্ধান্তের বছর : তৌসিফ Jan 12, 2026
যে জিনিস আপনাকে ধ্বংস করছে | ইসলামিক জ্ঞান Jan 12, 2026
ছক্কা মেরে অর্ধশতক ও সিলেটের জয় নিশ্চিত করলেন ইমন Jan 12, 2026
ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অসম্ভব : আসিফ নজরুল Jan 12, 2026
এল ক্লাসিকো জিতে রেকর্ড বড় অঙ্কের অর্থ পুরস্কার বার্সার Jan 12, 2026
img
সবাইকে ভালোবাসা সম্ভব নয় : দেব Jan 12, 2026
img
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দিয়ে গেছেন খালেদা জিয়া: জোনায়েদ সাকি Jan 12, 2026
img
আদালতের রায়ে স্বস্তি সাইফ আলি খানের Jan 12, 2026
img
মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট Jan 12, 2026
img
তারেক রহমানের সঙ্গে মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ Jan 12, 2026
img
চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না: শিক্ষা উপদেষ্টা Jan 12, 2026
img
রেটিং দাবায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় Jan 12, 2026
img
ময়মনসিংহে জাপার ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান Jan 12, 2026
img
স্মরণে খল অভিনেতা নাসির খান, ২৭ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন ৫ শতাধিক সিনেমায় Jan 12, 2026
img
ইরানে বিক্ষোভ নিয়ে জাফর পানাহি-মোহাম্মদ রসুলফের উদ্বেগ প্রকাশ Jan 12, 2026
img
রিপনের হ্যাটট্রিকের পর ব্যাট হাতে তামিমের তান্ডব, সহজ জয়ে টেবিলের শীর্ষে রাজশাহী Jan 12, 2026
img
সুশান্তের মতোই বলিউডের ‘রাঘব বোয়াল’দের টার্গেটে কার্তিক আরিয়ান! Jan 12, 2026