নোয়াখালীতে বিভাগ দাবি করে রাজধানীর শাহবাগে বিক্ষোভ হয়েছে। ‘চকবাজার স্টাফ সমিতি সংগঠন’-এর ব্যানারে শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে শাহবাগ মোড়ে বিক্ষোভ শেষে স্লোগান দেয়ে শ খানেক যুবক।
তাদের দাবি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলা এবং এর পার্শ্ববর্তী জেলাসমূহকে নিয়ে বিভাগ করতে হবে। এই বিভাগের নাম হবে ‘নোয়াখালী বিভাগ’।
শাহবাগ মোড়ে ‘দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই’ স্লোগান দেন তারা।
এদিকে নোয়াখালীকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণা ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বাস্তবায়নের দাবিতে এবার ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি ইতালি শাখা।
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি ইতালি শাখার আহ্বায়ক আব্দুল মান্নান হীরা ও সদস্যসচিব সাংবাদিক জায়দুল হক সোহেলের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
ফরিদপুর ও কুমিল্লা নামেই নতুন দুটি প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে সরকার।
সেইসঙ্গে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে। গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা শহরের নামেই নতুন দুটি প্রশাসনিক বিভাগ এবং নতুন দুটি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়।
এর পর থেকে বিভিন্ন মহল থেকে নোয়াখালী বিভাগের দাবি ওঠে। কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত না হওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।
আইকে/টিকে