যেসব দুর্যোগ আশ্রয়কেন্দ্র সঠিক স্থান নির্ধারণ ছাড়াই নির্মিত হচ্ছে, সেগুলোর কাজ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ও চটচটিয়া শিবনগর খেয়াঘাটে নির্মাণাধীন আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ফারুক-ই-আজম বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবে অনেক আশ্রয়কেন্দ্র নিচু ও বন্যাপ্রবণ স্থানে নির্মিত হয়েছে, যা দুর্যোগকালে কার্যকর নয়। এখন থেকে শুধু জনগণের উপকার হবে এমন স্থানে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে।
তিনি জানান, নতুন আশ্রয়কেন্দ্রগুলো তিনতলাবিশিষ্ট হবে। দুর্যোগের সময় দ্বিতীয় তলায় নারী-শিশু ও তৃতীয় তলায় পুরুষদের জন্য ব্যবস্থা থাকবে। অন্যান্য সময়ে এগুলো জনস্বার্থে ব্যবহারযোগ্য বহুমুখী ভবন হিসেবে ব্যবহারের সুযোগ থাকবে।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব নির্মীয়মাণ আশ্রয়কেন্দ্রের কাজ শেষ করার নির্দেশ দেন উপদেষ্টা।
পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইকে/টিকে