জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এটাকে প্রক্রিয়াগত জায়গায় থেকে সমাধান করতে হবে। এর জন্য একটা বড় জায়গা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। আমরা একটা শিক্ষা কমিশন চেয়েছিলাম। কিন্তু সরকারের পক্ষ থেকে সেটা করা হয়নি।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম-বিএসসিএফ আয়োজিত ‘বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তরুণ নারী নেত্রী উমামা ফাতেমা, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রায়হানা শামস ইসলাম, ইন্সটিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী সাঈদ আহমেদ, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম।
সামান্তা শারমিন বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে মেটিকুলাসের ডিজাইন করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এটাকে আপনারা কোনোরকম হালকাভাবে দেখবেন না। তারা আপনাদের বিদেশ পাঠিয়ে দেশটাকে দখল করতে চেয়েছিল। আপনারা মনে করবেন যে, আপনার স্বপ্ন আছে, আপনি বিজ্ঞান নিয়ে আরও কাজ করবেন, জেনেটিক্স নিয়ে কাজ করবেন, রোবটিক্স নিয়ে করবেন।
আপনাকে এ দেশে সে সুযোগ দেওয়া হবে না। আপনাকে বিদেশ যেতে হবে। আপনি হতাশ হবেন। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় পর্যন্ত করা হচ্ছে। কিন্তু তার কোয়ালিটি কী হবে, এর কোনো রূপকল্প নেই। একটা সোসাইটি বা জাতি এলোমেলো হলে সে সব ক্ষেত্রে এলোমেলো হবে।
আইকে/টিকে