একসময় টলিপাড়ার পাওয়ার কাপল হিসেবেই পরিচিত ছিলেন নীলাঞ্জনা শর্মা এবং যিশু সেনগুপ্ত। কিন্তু চলতি বছরে সেই সুখের সংসারে হঠাৎই ছন্দপতন হয়। আচমকাই তাঁদের দু’জনের পথ আলাদা হয়ে যায়। আইনিভাবে বিচ্ছেদ না হলেও একসঙ্গে থাকেন না আর তাঁরা। দু’জনেই ব্যস্ত দু’জনের পেশাগত জীবন নিয়ে। মা নীলাঞ্জনার কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন দুই কন্যা সারা ও যারা। যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে তাঁদের সম্পর্কের অবনতির খবরের পর থেকেই। এই নিয়ে তাঁরা কেউই কখনও মুখ খোলেননি। কিন্তু চুপ থাকা মানেই সবটা মেনে নেওয়া নয় এবার তাই যেন বোঝালেন নীলাঞ্জনা।
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন নীলাঞ্জনা। সেখানে বেশকিছু ছবিও পোস্ট করেন তিনি সুজাতা সেনগুপ্ত ও সিদ্ধার্থ সেনগুপ্তের সঙ্গে।
সঙ্গে বেশ কিছু উক্তি যোগ করেন তিনি ওই ছবির সঙ্গে। সেখানে লেখেন, ‘বিবাহ বিচ্ছেদ, বাবা-মা’কে হারানো, জীবনের নানা ওঠাপড়া, রাতজাগা এই সবকিছু সকলের জীবনেই রয়েছে। কিন্তু আপনি যদি এগুলি এড়িয়ে এগিয়ে যেতে পারেন তাহলেই জানবেন যে আপনি জীবনে যুদ্ধ করতে সক্ষম হয়েছেন।’
নীলাঞ্জনা আরও লেখেন, ‘কেউ অনেক কিছু শুনেও চুপ করে আছে মানে এই নয় যে তার জীবনে কোনও কষ্ট নেই। কেউ নিজের জীবনের গল্প সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছে না মানে এই নয় যে তাঁর কোনও কষ্ট নেই। মনে রাখবেন চওড়া একটা হাসির পিছনে চেপে রাখা অনেক কষ্ট থাকে।’ একইসঙ্গে ওই পোস্টে সুজাতা সিদ্ধার্থকে দুঃসময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন নীলাঞ্জনা। সচেতনভাবেই নিজের নামের পাশ থেকে ছেঁটে ফেলেছেন যিশুর সমস্ত পরিচয়। নিজের পদবী থেকে সেনগুপ্ত পদবী সরিয়েছেন। প্রযোজনা সংস্থা নিনি-চিনি’স মাম্মা প্রোডাকশন হাউজ সামলাচ্ছেন একা হাতে। এমনকি দুর্গাপুজোর আগে নতুন নেমপ্লেট থেকেও বাদ দিয়েছেন যিশুর নাম।
ইউটি/টিকে