চীন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলোতে কৌশলগত সহযোগিতা জোরদার করতে উত্তর কোরিয়ার সঙ্গে তাদের সম্পর্ক বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছে পিয়ং ইয়ং এর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।
কেসিএনএ’র প্রতিবেদন অনুসারে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত ৯ অক্টোবর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-কে লেখা এক চিঠিতে এ কথা জানান।
শি জিনপিং এর বক্তব্য উদ্ধৃত করে কেসিএনএ জানায়, চীন ও উত্তর কোরিয়া ভালো প্রতিবেশী এবং ভালো বন্ধু। যারা একে অপরের ভাগ্য ভাগ করে নেয় এবং একে অপরকে সাহায্য করে। বর্তমানে সেই বন্ধুত্ব আরও মজবুত হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, দুই দেশ পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে, উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে ইন্দোনেশীয় মন্ত্রীসহ বেশ কয়েকজন বিদেশি অতিথি বর্তমানে উত্তর কোরিয়া সফর করছেন বলেও কেসিএনএ জানিয়েছে।
টিজে/এসএন