মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে দুটি পৃথক অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটি হবে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, আরেকটি কলেজ শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক শিক্ষা অংশটি আলাদা করে দুটি নতুন অধিদপ্তর গঠনের লক্ষ্যে ছয় সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে ৩০ দিনের মধ্যে দুটি নতুন অধিদপ্তরের পৃথক সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম), কার্যতালিকা এবং দায়িত্ববণ্টন প্রস্তাব প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধিদপ্তর)। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বা সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১)।
এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-১), জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নিচে নয়), অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক), উপপরিচালক (সাধারণ প্রশাসন) এবং সহকারী পরিচালক (বাজেট)।
অফিস আদেশে আরও বলা হয়েছে, রোলস অব বিজনেস ১৯৯৬ অনুসরণ করে নবগঠিত অধিদপ্তরগুলোর কার্যতালিকা, সাংগঠনিক কাঠামো, কর্মবণ্টন এবং টিও অ্যান্ড ই প্রস্তুত করতে হবে।
এমকে/এসএন