ফিলিস্তিনি গোষ্ঠী হামাস তাদের হাতে থাকা জীবিত ইসরায়েলি জিম্মিদের হস্তান্তরের প্রস্তুতি হিসেবে গাজার তিনটি ভিন্ন স্থানে সরিয়ে নিয়েছে বলে গোষ্ঠীটির একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে।
আল জাজিরার সূত্রমতে, জিম্মি হস্তান্তরের কৌশল চূড়ান্ত করার জন্য হামাসের একটি প্রতিনিধিদল আজ রাতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (ICRC) সঙ্গে বৈঠকে বসবে। সূত্রটি আরও নিশ্চিত করেছে যে, এই হস্তান্তর প্রক্রিয়াটি মোট তিনটি স্থানে সম্পন্ন করা হবে।
এদিকে, মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনি বন্দীদের তালিকা চূড়ান্ত করতে মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে হামাস নিবিড় যোগাযোগ রক্ষা করছে। ইসরায়েল বেশ কিছু নাম প্রত্যাখ্যান করা সত্ত্বেও মধ্যস্থতাকারীরা একটি চূড়ান্ত তালিকা তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে সূত্রটি জানিয়েছে।
ইএ/টিএ