সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিনের ‘কাল্কি’র সিক্যুয়াল থেকে বাদ পড়া কাণ্ডে আরো একবার দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা শিফটের প্রসঙ্গে তৈরি হয়েছে বিতর্ক। ইতিমধ্যে এই প্রসঙ্গে একাধিক অভিনেতা-অভিনেত্রী মন্তব্য প্রকাশ করেছেন। এবার এই ব্যাপারে স্পষ্ট নিজের মতামত জানালেন ‘জওয়ান’ অভিনেত্রী প্রিয়ামনি।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রিয়ামনি বলেন, ‘একটা সময় আসে যখন মানিয়ে নিতে হয়।
যদিও এটা সম্পূর্ণ ব্যক্তিগত চিন্তাধারা। কিন্তু আমি মনে করি, আপনাকে কিছু কিছু জায়গায় মানিয়ে নিতেই হবে। মানিয়ে না নিলে আপনার জায়গা তৈরি করা কঠিন হয়ে যাবে।’
অভিনেত্রী আরো বলেন, ‘অনেকেই আছেন যারা ৮ ঘণ্টার বেশি কাজ করছেন।
মাঝেমধ্যে কাজের তাগিদে আপনাকে বেশিক্ষণ কাজ করতেই হয়। সব সময় হয়তো সবার সমান পরিস্থিতি হয় না কিন্তু মানিয়ে নিতে না পারলে আপনারই সমস্যা।’
এই আট ঘণ্টার দাবিতে তৈরি হওয়া বিতর্ক নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন দীপিকা পাড়ুকোন। তিনি বলেন, ‘অনেক অভিনেতা আছেন যারা ৮ ঘণ্টার বেশি কাজ করেন না।
কোনোদিন কারোর নাম ছিল না। আমি একজন নারী বলেই আমার নাম বারবার এভাবে বিতর্কে আর শিরোনামে আসছে। ভারতীয় চলচ্চিত্র জগতে এমন অনেক সুপারস্টার রয়েছেন যারা বছরের পর বছর ৮ ঘণ্টা কাজ করে আসছেন। আমি প্রথম নই যে এই কথা বলেছে।’
দীপিকা আরো বলেছেন, ‘আমি কারও নাম নিতে চাই না, কারও ব্যক্তিগত ব্যাপার তুলে ধরতে চাই না।
কিন্তু আমি শুধু এইটুকুই বলতে চাই কোনো পুরুষ যদি এই সুযোগ-সুবিধা পায় তাহলে নারী কেন পাবে না। অনেকেই আবার এমনও রয়েছেন যারা সোম থেকে শুক্রবার কাজ করেন এবং শনিবার-রবিবার করেন না।’
বলা দরকার, আগামীতে দীপিকা পাডুকোনকে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে দেখা যাবে। এ ছাড়া অ্যাটলি কুমারের আসন্ন ছবি ‘AA22xA6’-তে আল্লু অর্জুনের সঙ্গেও দেখা যাবে তাকে।
পিএ/টিএ