চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চেয়েছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনা করেন।
ফেসবুক পোস্টে শাকিব খান লিখেছেন, ‘ইলিয়াস কাঞ্চন, আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই -যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা। রূপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক, বাস্তব জীবনে মানবতার সৈনিক। কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন, এক নিঃশব্দ লড়াইয়ের পথে।’
তিনি আরও লিখেছেন, ‘দেশের কোটি মানুষের প্রার্থনা রয়েছে তার সঙ্গে, যেন তিনি আবার ফিরে আসেন আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল ও প্রেরণাদায়ী একজন মানুষ হয়ে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি -কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন; তার জীবন হোক আরও সুস্থ ও শান্তিময়। আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।’
উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। প্রায় সাত মাস ধরে তিনি অসুস্থ এবং গত ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনসহ দেশজুড়ে তার দ্রুত সুস্থতার জন্য শুভাকাঙ্ক্ষীদের দোয়া অব্যাহত রয়েছে।
পিএ/টিএ