বাগেরহাটের মোরেলগঞ্জ থানার অস্ত্র ও মাদক মামলায় মোট ১৫ বছর ৫ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইমরান সরদারকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৬ ।
গ্রেপ্তার ইমরান সরদার মোরেলগঞ্জ উপজেলার উত্তর চিংড়াখালী গ্রামের বাসিন্দা। তিনি অস্ত্র মামলায় ১০ বছর এবং মাদক মামলায় ৫ বছর ৫ মাসের সাজাপ্রাপ্ত আসামি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান জানান, খুলনা র্যাব-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি দলের সহযোগিতায় শনিবার (১১ অক্টোবর) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইমরান সরদারকে গ্রেপ্তার করা হয়। ইমরান সরদার অস্ত্র মামলায় ১০ বছর এবং মাদক মামলায় ৫ বছর ৫ মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
ওসি আরো জানান, গ্রেপ্তার ইমরান সরদার মোরেলগঞ্জ থানা হেফাজতে রয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) সকালে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হবে।
ইএ/টিএ