শিক্ষার্থীরা কারো কাছে যাবে না : শিক্ষার্থী প্রতিনিধি

সরকারি সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন- ২০২৫’ এর খসড়া দ্রুত হালনাগাদ করে দ্রুত চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা বা সংশ্লিষ্ট কারো কাছে যাবে না বলে জানিয়েছেন শিক্ষার্থীদের প্রতিনিধিরা।

সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে তারা এ কথা জানান। এর আগে দাবি আদায়ের বিষয়ে শিক্ষা ভবনে শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে যাওয়ার বিষয়ে আলাপ উঠে।

ইডেন মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী স্মৃতি আক্তার বলেন, শিক্ষার্থীরা উপদেষ্টা বা কারো কাছে যাবে না। তাদের শিক্ষার্থীদের কাছে আসতে হবে। তা না হলে কোনো উদ্ভূত পরিস্থিতি তৈরি হলে শিক্ষার্থীরা দায়ী থাকবে না। সময় যত যাবে তত এখানে (শিক্ষা ভবনের সামনে) শিক্ষার্থীদের জনসমুদ্র সৃষ্টি হবে।

এদিকে সড়ক ছেড়ে দিতে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে দেখা যায় ডিএমপির প্রোটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি যুগ্ম কমিশনার সানা শামীমুর রহমানকে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমরা শিক্ষার্থীদের আগেও সাহায্য করেছি, এখনো করবো। আমরা চাই শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আমাদের কো-অপারেট করবে। তাদের দাবি পূরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে অংশীজনদের দেওয়া মতামতের ভিত্তিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন- ২০২৫’ এর খসড়া হালনাগাদ করে দ্রুত চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনেও অবস্থান নেয় সাত কলেজের শিক্ষার্থীরা।

সকাল ১১টা ২০ মিনিটে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এর পরে একে একে বাকি কলেজগুলোর শিক্ষার্থীরা এসে এতে যোগ দেয়।

শিক্ষার্থীদের অবস্থানের কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা যাতে সচিবালয়ের দিকে যেতে না পারে সেজন্য ওই সড়কটি ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ।

অবস্থান নেয়া শিক্ষার্থীদের মধ্যে নারী শিক্ষার্থীরাও রয়েছে। তাদের ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না চলবে না’-সহ নানা স্লোগান দিতে দেখা গেছে।

শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিসান বলেন, সরকার আমাদের সরকারি সাত কলেজ নিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার ঘোষণা দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত আইন করে অধ্যাদেশ জারি করা হয়নি। আমরা অনতিবিলম্বে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন- ২০২৫’ অধ্যাদেশ জারি চাই। আজকেই অধ্যাদেশ জারি করতে হবে। না হলে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো এবং বিলম্ব করলে আরো কঠোর কর্মসূচি দেব।

চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো-ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌কারাগার ঘোষণা, প্রজ্ঞাপন জারি Oct 13, 2025
img
আবারও বিয়ে করেছেন নারী উদ্যোক্তা তনি! Oct 13, 2025
img
গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে নয়: মোহাম্মদ তাহের Oct 13, 2025
img
১৮ নভেম্বর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা Oct 13, 2025
img
বিশ্ব খাদ্য ফোরামে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা Oct 13, 2025
img
বিশ্ব ব্যর্থতা দিবস আজ Oct 13, 2025
'আমরা শুধুই পাহাড় নয়, দেশের সকল শিক্ষার্থীর জন্য কাজ করতে চাই Oct 13, 2025
গণভোট নিয়ে কী করবে সরকার? Oct 13, 2025
নারীর নিরাপত্তায় শিবির ভিপি প্রার্থীর পরিকল্পনা! Oct 13, 2025
ভবিষ্যতের আলো নিভে যাচ্ছে রোয়াইলে Oct 13, 2025
সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও কেটি পেরির প্রেমের গুঞ্জন! Oct 13, 2025
যে কারণে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করেছেন এই প্রার্থী! Oct 13, 2025
জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা, বিচ্ছেদের গুঞ্জনে জল ঢাললেন ঐশ্বরিয়া Oct 13, 2025
img
প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন Oct 13, 2025
img
চাকসু নির্বাচন নিয়ে কোন্দল, ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার Oct 13, 2025
img
সৌদিতে আটকে থাকা ৩৮ কোটি টাকা ফেরত আনা হলো Oct 13, 2025
img
মাত্র ১৪ বছরে সহ-অধিনায়কের দায়িত্বে বৈভব Oct 13, 2025
img
খাইবার পাখতুনখোয়ার নতুন নির্বাচিত পিটিআই নেতা সোহাইল Oct 13, 2025
img
সেঞ্চুরি করে শাই হোপের আট বছরের দীর্ঘ অপেক্ষার অবসান Oct 13, 2025
img
রাকসু নির্বাচনের দিন বন্ধ থাকবে রাবির বেশির ভাগ প্রবেশপথ: ভিসি Oct 13, 2025