রাউজানে বিষ খাইয়ে ৭০ পাখি হত্যা

ভাতের সঙ্গে বিষ মিশিয়ে ৬০-৭০টি পাখিকে মেরে ফেলা হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রামের রাউজান উপজেলার পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের গহিরা মোবারকখিল গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় এক কিশোরকে (১৫) আটক করা হয়েছে। মারা যাওয়া পাখিগুলোর মধ্যে আছে বক, শালিক, ময়না ও কাক।

স্থানীয়রা জানায়, মোবারকখিল গ্রামের জামতল এলাকায় প্রচুর পাখির জমায়েত হয়। শুক্রবার ভোরে বক শিকার করতে এসে ওই কিশোরসহ তার কয়েকজন বন্ধু ভাতের সঙ্গে বিষ মিশিয়ে পাখিদের খেতে দেয়। এর কিছুক্ষণ পরেই পাখিগুলো মারা যেতে থাকে। এ সময় এলাকার বিভিন্ন ঘরের ছাদে, পুকুরে ও বিলে ৬০-৭০টি পাখি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

আটক ওই কিশোর জানায়, চার-পাঁচজন বন্ধু মিলে বক শিকার করতে যায় সেখানে। এ সময় ভাতের সঙ্গে বিষ মিশিয়ে পাখিদের খেতে দেয় তারা। সেই ভাত খেয়ে বকের সঙ্গে অন্য পাখিগুলোও মারা যায়।

‘পাখি নিধন দণ্ডনীয় অপরাধ। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে’- বলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির।

 

টাইমস/এসআই

Share this news on: