ইতালির রাজধানীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও রোমের মেয়র রবার্তো গোয়ালতিয়েরি স্থানীয় সময় সোমবার সাক্ষাৎ করেছেন। তাদের এই সাক্ষাৎ নিয়ে প্রশ্ন তুলেছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি।
সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘প্রশ্ন হলো, কে কার সাথে সাক্ষাৎ করলেন এবং কোথায় করলেন? বাংলাদেশের সরকার প্রধান, ইতালির রোম শহরের মেয়র সাহেবের অফিসে তার সাথে সাক্ষাৎ করতে গেলেন? নাকি ইতালির রোম নগরীর মেয়র, বাংলাদেশের সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করতে তার হোটেল রুমে গেল?’
তিনি প্রশ্ন করে বলেন, ‘প্রটোকল কী বলে? একটি দেশের সরকার প্রধান, তিনি সফর করছেন এমন আরেকটি দেশের শহরের মেয়রের অফিসে গিয়ে তার সাথে সাক্ষাৎ করা কি গ্রহণযোগ্য বা যৌক্তিক?’
পোস্টে দুটি ছবির মধ্যে তুলনা করে তিনি বলেন, ‘ছবিতে ইতালির রোম শহরের মেয়র রবার্তো গোয়ালতিয়েরির কার্যালয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড.ইউনূস এবং আরেকটি ছবিতে রোম শহরের মেয়র রবার্তো গোয়ালতিয়েরির অফিসে ডাবলিন শহরের মেয়র এমা ব্লাইন।’।
কেএন/টিকে