চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে অভিযান চালিয়েছে নৌপুলিশ। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের দায়ে ৪৫ জেলেকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয়েছে দেড় কোটি মিটার জাল, ১৫টি মাছ ধরার নৌকা এবং ১০০ কেজি ইলিশ।
সোমবার (১৩ অক্টোবর) রাতে নৌপুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা ও মেঘনার বেশকিছু এলাকায় এই অভিযান চালিয়ে এসব জেলে ও তাদের কাছ থেকে জাল, নৌকা ও ইলিশ জব্দ করা হয়। পরে আটক জেলেদের জেলহাজতে পাঠানো হয়। এবং জব্দ করা জাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এছাড়া ইলিশ মাছ এতিমখানায় বিতরণ এবং মাছ ধরার নৌকা হেফাজতে নেয়া হয়।
প্রজনন মৌসুম শুরু হওয়ায় গত ৪ থেকে ২৫ অক্টোবর এই ২২ দিন দেশের সব অভয়াশ্রম ও সাগরে সবধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশ ক্রয় বিক্রয়, পরিবহন ও মজুদ নিষিদ্ধ থাকবে।
কেএন/টিকে