রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, ‘দেশে স্থিতিশীলতা আনতে ও অস্থিরতার চক্র ভাঙতে একটাই পথ রয়েছে, সেটি হলো নির্বাচন। একটি নির্বাচিত সরকার ছাড়া এখন আর অন্য কোনো উপায় নেই।’
সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের টক শো প্রোগ্রামে তিনি এসব নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘যাবতীয় প্রচেষ্টা অনেক সময় বিফল হয় যদি মূল লক্ষ্য নির্বাচন না থাকে।
সংকট কিংবা বিশৃঙ্খলার সময়েই কিছু মানুষ লাভবান হয়ে ওঠে; ইতিহাসে যুদ্ধের পর অনেকে ব্যবসা করে ধনী হয়ে উঠেছে। বাংলাদেশেও যদি অস্থিরতা থাকে, তাতে কেউ কেউ সুবিধা পেতে পারে।’
তিনি বলেন, “ভারতের প্রভাব নিয়ে যে ট্যাগিং চলছে; বাংলাদেশে কোনো দলের সমর্থক বা ব্যক্তি ‘ভারতের দালাল’ বলে সমালোচিত হচ্ছে, এটি একটি ভয়ংকর অভিযোগ। এমন অনেকেরই ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে যেগুলো ভারতীয় সরকারের অভিযোগের কারণে বন্ধ হয়েছে; কিন্তু তবু তাদের ‘ভারতপ্রেমী’ ট্যাগ দিয়ে বিদ্বেষমূলক প্রচারণা চালানো হচ্ছে। মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে অস্থিতিশীল রাখা।”
তিনি আরো বলেন, ‘খুবই অদ্ভুতভাবে এমন কিছু মানুষ আছেন যারা একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কিন্তু এখন সেনাবাহিনী ও সেনাপ্রধানের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। তাদের উদ্দেশ্য সামরিক প্রতিষ্ঠানকে দুর্বল করা।
উসকানিমূলক কনটেন্ট ও জেনারেটেড ছবি-ভিডিও দিয়ে সামরিক ও পুলিশি ব্যবস্থাকে ব্যাহত করার চেষ্টা হচ্ছে। যারা বাংলাদেশকে অনিশ্চিত রাখতে চায়, তারা এসব করবে।’
কেএন/টিকে