বাইরের ইন্ধন না থাকলে চাকসু ভোট নিয়ে হুমকি নেই : র‍্যাব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে তেমন কোনো হুমকি দেখছে না বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এ কথা বলেন।

হাফিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের মধ্য থেকে কোনো হুমকি নেই। শুধু বাইরে থেকে ইন্ধন না এলে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যাবে।’

এর আগে, তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিনের সঙ্গে দেখা করেন।

তিনি বলেন, ‘আমরা আজকে প্রক্টর মহোদয়ের সাথে কথা বলেছি, একটা মিটিং করেছি সমন্বয় মিটিং এবং প্রধান নির্বাচন কমিশনার স্যারের সাথেও আমরা মিটিং করেছি।’

হাফিজুর রহমান বলেন, ‘দুই জায়গাতেই নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার স্যারের পরিকল্পনাটা এবং প্রক্টর মহোদয়ের যে পরিকল্পনা আছে এগুলো শুনেছি।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিজেদের প্রস্তুতি তুলে ধরে তিনি বলেন,‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, এপিবিএন প্রচুর পরিমাণে নিয়োগ থাকবে এবং আমাদের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কমপক্ষে আটটি টহল দল সবসময় থাকবে এবং অতিরিক্ত রিজার্ভ ফোর্স আমরা রাখব, প্রয়োজন হলে তারাও আসবে। এছাড়াও আমাদের সাদা পোশাকে বেশ কিছু গোয়েন্দা সংস্থা থাকবে, গোয়েন্দার লোকজন থাকবে।’

হাফিজুর রহমান বলেন, ‘আর স্যারদের সাথে যেটা প্রক্টর মহোদয় এবং নির্বাচন কমিশনার স্যারের সাথে যেটা কথা হয়েছে, এগুলো আমাদের ইন্টারনাল সমন্বয় করার জন্য, কোথায় কতজন থাকছে না থাকছে এই বিষয়গুলো যাতে সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়।’

এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক মনে হয়েছে জানিয়ে হাফিজুর বলেন,‘তো আশা করি নির্বাচনটা খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’

নির্বাচন নিয়ে কোন ধরনের হুমকি আছে কিনা- এ প্রশ্নের জবাবে র‍্যাবের এই কর্মকর্তা বলেন,‘গত এক বছর বা ১৪ মাসের অভিজ্ঞতা থেকে যদি দেখেন, থ্রেট আসলে খুব বেশি পরিকল্পিতভাবে আসে এরকম না।’

হাফিজুর রহমান বলেন, ‘ছোট্ট একটা বিষয়কে নিয়ে স্পার্ক করে বড় ধরনের ঘটনা ঘটে যায়। তো এই ছোট ছোট ঘটনাকে স্পার্ক যাতে কেউ করতে না পারে বা বাইরে থেকে...মূলত স্টুডেন্টদের কোন সমস্যা নাই।’

তিনি বলেন,‘স্টুডেন্টরা তো আসলে নিজেদের ক্লাসমেট, ফ্রেন্ড বা বড় ভাই-ছোট ভাই। তো বাইরে থেকে কেউ যেন কোন ইন্ধন দিতে না পারে, সেটার বিষয়ে আমরা বেশি সতর্ক থাকব। আশা করছি স্টুডেন্টদের পক্ষ থেকে কোন সমস্যা নেই এবং বাইরেরটা কন্ট্রোল করতে পারলে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা যাবে।’

উল্লেখ্য, সাড়ে তিন দশক পর সপ্তম্বারের মতো চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বুধবার। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২৭ হাজার ৫১৬ শিক্ষার্থী ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। যেখানে ছাত্রী ভোটার প্রায় ১১ হাজার ৩২৯ জন। নির্বাচন উপলক্ষ্যে এরইমধ্যে কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স পৌঁছে গেছে।

এছাড়া সংবাদকর্মীদের ভোটের খবর সংগ্রহের জন্য অ্যাক্রিডিটেশন কার্ড এবং যানবাহনের পাস দেওয়াসহ শেষ মহূর্তের কাজ গুছিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন নির্বাচন কমিশনের সদস্যরা।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
শাশ্বতী-ভাস্বর পর্দায় মা-ছেলে, বাস্তবে কী সম্পর্ক জানেন? Jan 13, 2026
img
ভোটে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা Jan 13, 2026
img
শহিদ কাপুরের ‘ও রোমিও’-র বিরুদ্ধে আইনি নোটিশ, আড়াই কোটি ক্ষতিপূরণ দাবি Jan 13, 2026
img
জনপ্রিয়তার দিক থেকে তারেক রহমান শীর্ষে রয়েছেন: মোনায়েম মুন্না Jan 13, 2026
img
গোল্ডেন গ্লোবসে নিক-প্রিয়াঙ্কার রোমান্টিক ছবি, কী বলছেন ভক্ত ও সহকর্মীরা? Jan 13, 2026
img
ইরানের ক্ষেত্রে ব্যবহারের জন্য বিভিন্ন গোপন ও সামরিক বিকল্প বিষয়ে অবহিত ট্রাম্প Jan 13, 2026
img
অবশেষে সত্য হতে যাচ্ছে গুঞ্জন, কাল বিয়ে করছেন জেফার-রাফসান! Jan 13, 2026
img
সিলেটের হয়ে বিপিএল মাতাবেন ইংলিশ অলরাউন্ডার Jan 13, 2026
img
ইরানের বিক্ষোভকে সমর্থন করে মালালার বার্তা Jan 13, 2026
img
দুই-একটা বিশ্বকাপ না খেললে কিছু যায় আসে না, আসিফের এমন মন্তব্যে কী বললেন সুজন Jan 13, 2026
img
বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে ‘মানহানিকর বক্তব্যের’ অভিযোগ রুমিন ফারহানার Jan 13, 2026
img
খালেদা জিয়া ছিলেন জনগণের নেত্রী : খন্দকার আবু আশফাক Jan 13, 2026
img
স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের Jan 13, 2026
img
বিশালের ‘ও রোমিয়ো’ ছবিতে গালিগালাজের কোন ব্যাখ্যা দিলেন ফরিদা? Jan 13, 2026
img
একটি রাজনৈতিক দল ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে : নজরুল ইসলাম Jan 13, 2026
img
ঠাকুমার ঝুলির 'ঠাকুমা' হচ্ছেন শ্রাবন্তী! Jan 13, 2026
img
এবার কি রণজয়-শ্যামৌপ্তির মতো রাহুল-দেবাদৃতাও শীঘ্রই বসবেন বিয়ের পিঁড়িতে? Jan 13, 2026
img
হৃদরোগে আক্রান্ত ‘অ্যাম্বুল্যান্স দাদা’, হাসপাতালে দেখতে গেলেন দেব Jan 13, 2026
img
জামায়াত জোটে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে ক্ষমা চাইলেন মঞ্জু Jan 13, 2026
img
এবার পুরুলিয়ায় একেনবাবুর নতুন অনুসন্ধান! Jan 13, 2026