শিকার করা ডাহুক অবমুক্ত করল ক্ষুদে শিক্ষার্থীরা

শিকারির কাছ থেকে উদ্ধার একটি ডাহুক অবমুক্ত করেছে একদল ক্ষুদে শিক্ষার্থী। শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুড়বুড়িয়া চা বাগান এলাকায়  পাখিটিকে অবমুক্ত করা হয়।

সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলার জামসি এলাকায় এক পাখি শিকারির কাছ থেকে ডাহুকটি উদ্ধার করেন গণমাধ্যম ও পরিবেশকর্মী হৃদয় দেবনাথ। পাখিটিকে কিছুদিন পর্যবেক্ষণে রাখা হয়। পরে শনিবার সকালে একদল ক্ষুদে শিক্ষার্থীদের দিয়ে পাখিটিকে অবমুক্ত করা হয়।

ক্ষুদে শিক্ষার্থীরা হলেন- রাজদ্বীপ, রাজশ্রী, পেখম, ঋদ্ধি, দূর্বা ও তোহা।প্রাণপ্রকৃতির ওপর শিশুদের ছোটবেলা থেকেই ভালোবাসা তৈরির জন্য এই উদ্যোগ নেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার খোকন থৌনাজাম।

এ সময় উপস্থিত ছিলেন হৃদয় দেবনাথ, খোকন থৌনাজাম, পরিবেশকর্মী সোহেল শ্যাম ও অমৃত দাস প্রমুখ।

গণমাধ্যমকর্মী হৃদয় দেবনাথ জানান,এই শিকারি ডাহুকটিকে ব্যবহার করে শিকারি ছালিক মিয়া প্রতিদিন গড়ে ১৫-২০ টি পাখি শিকার করতো। এই পাখিটি উদ্ধার হওয়ায় বেঁচে গেছে হাজারো পাখির প্রাণ।

 

টাইমস/এসআই

Share this news on: