পাকিস্তান-আফগানিস্তানের নতুন সীমান্ত সংঘাতের পর উভয় দেশই আগামী ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। বুধবার ভোরের দিকে সীমান্ত এলাকায় দুই দেশের পাল্টাপাল্টি হামলায় কয়েক ডজন মানুষের প্রাণহানির পর এই চুক্তি হয়েছে। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বুধবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর (এফও) এক বিবৃতিতে বলেছে, আজ সন্ধ্যা ৬টা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য পাকিস্তান সরকার ও আফগান তালেবান সরকারের মধ্যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে অস্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে; যা তালেবান কর্তৃপক্ষের অনুরোধে কার্যকর হবে।
বিবৃতিতে বলা হয়, এই সময়ের মধ্যে উভয়পক্ষ গঠনমূলক সংলাপের মাধ্যমে এই জটিল, তবে সমাধানযোগ্য সমস্যার ইতিবাচক সমাধান খুঁজে বের করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাবে।
• কাবুল ও কান্দাহারে বিমান হামলা
এর আগে, পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজের খবরে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের কান্দাহার প্রদেশ ও রাজধানী কাবুলে ‘নিখুঁত হামলা’ চালিয়েছে। দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিটিভি বলেছে, আফগান তালেবানের আগ্রাসনের জবাবে পাকিস্তান সেনাবাহিনী প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে আফগান তালেবানের গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের কান্দাহার প্রদেশে নিখুঁত হামলা চালানো হয়েছে। এতে আফগান তালেবানের চতুর্থ ব্যাটালিয়ন এবং ষষ্ঠ সীমান্ত ব্রিগেড সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। হামলায় বহু আফগান ও বিদেশি জঙ্গি নিহত হয়েছেন।
এছাড়া বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী যেকোনও বহিরাগত আগ্রাসনের জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা রাখে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি বলেছে, কাবুলেও হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।
প্রতিবেদনে বলা হয়, কাবুলে ‘ফিতনা আল-হিন্দুস্তান’র কেন্দ্র ও নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী যেকোনও আগ্রাসনের জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বেলুচিস্তানে সক্রিয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে ডাকে পাকিস্তান।
ইউটি/টিকে