ভোমরা স্থলবন্দরকে ‘কাস্টমস হাউজ’ ঘোষণা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনকে আনুষ্ঠানিকভাবে ‘কাস্টমস হাউজ’ হিসেবে ঘোষণা দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের এক স্মারক পত্রের মাধ্যমে এ সংক্রান্ত অনুমোদন জারি করা হয়েছে।

এর মাধ্যমে ভোমরা স্থলবন্দর বাংলাদেশের কাস্টমস প্রশাসনিক কাঠামোয় নতুন মর্যাদা অর্জন করল। আমদানিকারকসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, এ সিদ্ধান্ত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আমদানি-রফতানি বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে এবং রাজস্ব আদায়ে অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।

ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশন সরকারের এ সিদ্ধান্তকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছে। সংগঠনের সভাপতি মো. আবু হাসান ও সাধারণ সম্পাদক মো. আবু মুছা এক যৌথ বিবৃতিতে বলেন, ‘অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ভোমরাকে কাস্টমস হাউজ ঘোষণার মাধ্যমে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।’

তারা সরকারের দূরদৃষ্টিসম্পন্ন ও সময়োপযোগী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্যকেন্দ্র কলকাতার সঙ্গে ভোমরার দূরত্ব অন্যান্য বন্দরের তুলনায় অনেক কম। ফলে ভোমরা এখন দেশের অন্যতম ব্যস্ততম স্থলবন্দরে পরিণত হবে।’

তারা আরও বলেন, ‘কাস্টমস হাউজে উন্নীত হওয়ার ফলে এখানে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি পাবে, জনবল ও অবকাঠামো উন্নয়ন ঘটবে যা ছিল ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা। এর ফলে কর্মসংস্থানের নতুন সুযোগও সৃষ্টি হবে।’

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), কাস্টমস বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে। সংগঠনটি আশা প্রকাশ করেছে, সরকারের এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে ভোমরা কাস্টমস হাউজ অচিরেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যকেন্দ্রে পরিণত হবে এবং জাতীয় রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমানে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে খাদ্যপণ্য, নির্মাণসামগ্রী, পোশাক, কসমেটিকসসহ নানা পণ্য আমদানি হয়। অপরদিকে বাংলাদেশ থেকে রফতানি হয় কৃষিপণ্য, মাছ ও শিল্পজাত দ্রব্য।

‘কাস্টমস হাউজ’ হিসেবে স্বীকৃতি পাওয়ার ফলে এখন থেকে ভোমরায় পূর্ণাঙ্গ রাজস্ব প্রশাসন, শুল্ক নির্ধারণ, আমদানি-রফতানি নথি যাচাই ও বাণিজ্য ব্যবস্থাপনার সব কার্যক্রম স্থানীয়ভাবে সম্পন্ন করা যাবে। এতে সময়, খরচ ও প্রশাসনিক জটিলতা কমবে যা ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তির বিষয়।

স্থানীয় ব্যবসায়ী, কর্মকর্তা ও সাধারণ জনগণ সরকারের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তাদের বিশ্বাস, এই ঘোষণা শুধু ভোমরা বন্দর নয়, বরং পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক চিত্র আমূল পরিবর্তন করবে।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
২০২৬ বিশ্বকাপের প্রথম ধাপে বিক্রি হলো ১০ লাখ টিকিট Oct 17, 2025
img
নির্বাচনের প্রস্তুতি: ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল Oct 17, 2025
img
কফির বিকল্প হিসেবে কোন পানীয়গুলো স্বাস্থ্যকর? Oct 17, 2025
img
এবার প্রধান উপদেষ্টার বক্তব্য ঘিরে টিকটকে ছড়াচ্ছে গুজব Oct 17, 2025
img
বিশ্ব র‍্যাংকিংয়ে তলানিতে বাংলাদেশি পাসপোর্ট Oct 17, 2025
img
আপার ‘টুস’ করে ঢুকে পড়ার ঝুঁকি বাড়ছে: গোলাম মাওলা রনি Oct 17, 2025
img
সোনার দামে হাঁসফাঁস, দেশে কত দামে বিক্রি হচ্ছে আজ? Oct 17, 2025
img
নভেম্বরে ২ ম্যাচ খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও সূচি ঘোষণা Oct 17, 2025
img
আজ দেশে ঐতিহাসিক কিছু ঘটবে যা মানুষ আগে দেখেনি : জিল্লুর রহমান Oct 17, 2025
img
১৬ বছর পর বগুড়ায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট Oct 17, 2025
img

রাকসু নির্বাচন ২০২৫

ভিপি-এজিএসসহ ২৩ পদের ২০টিতেই জয়ী শিবিরের প্যানেল Oct 17, 2025
img
রাকসুতে বিজয়ী হলেন জুলাই আন্দোলনে চোখ হারানো দ্বীপ মাহবুব Oct 17, 2025
img
বিএসবির খায়রুল বাশারের ৪ কোটি টাকা মূল্যের ৩ ফ্ল্যাট ক্রোক Oct 17, 2025
img
রাকসুতে শিবিরের প্যানেল থেকে বিজয়ী হয়েছেন সনাতন ধর্মাবলম্বী সুজন চন্দ্র Oct 17, 2025
img
ডিএসইর বাজার মূলধন হারাল আরও ১৭৮৪১ কোটি টাকা Oct 17, 2025
img
রাবির হল সংসদ নির্বাচনে ১৭টি হলেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় Oct 17, 2025
img
আড়াই ঘণ্টার ফোনালাপে ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে পুতিনের কড়া হুঁশিয়ারি Oct 17, 2025
img
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার Oct 17, 2025
img
আজ থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা Oct 17, 2025
img
জাতীয় জুলাই সনদ স্বাক্ষর আজ Oct 17, 2025