ভারত সিরিজের আগে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি অস্ট্রেলিয়া

ঘরের মাঠে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ফরম্যাটের সিরিজ শুরু হচ্ছে আগামী রোববার থেকে। তিন ম্যাচের ওয়ানডে দিয়ে পরাশক্তি দুই দলের এই লড়াই শুরু হবে। কিন্তু তার আগেই একের পর এক চোটের ধাক্কা লাগছে অজি শিবিরে। অন্তত দুটি ওয়ানডের জন্য আগেই ছিটকে পড়েন উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস। এ ছাড়া অ্যাডাম জাম্পা ছুটি নেন প্রথম ম্যাচ থেকে। এবার নতুন করে পুরো ওয়ানডে সিরিজই শেষ হয়ে গেল ক্যামেরন গ্রিনের।

২৬ বছর এই অলরাউন্ডারের চোট অবশ্য কেবল ভারত সিরিজই নয়, আসন্ন অ্যাশেজ সিরিজের আগেও অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা হতে পারে। গ্রিনের চোট নিয়ে জানা গেছে, তার লো গ্রেড সাইড সোরনেস (পেট কিংবা পিঠের নিচের দিকে ব্যথা) রয়েছে। গত বছরের অক্টোবরে চোট সারাতে গ্রিনের সার্জারি হয়েছিল, যে কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। জাতীয় দলে ফিরলেও তিনি বোলিং করতে পারবেন না বলে ধারণা করা হচ্ছিল। ফলে তিনি খেলতেন কেবল বিশেষজ্ঞ ব্যাটারের ভূমিকায়।

শোনা যাচ্ছিল, ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের পরই বিশ্রাম দেওয়া হতো গ্রিনকে। এমনকি একই কারণে তাকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও রাখেনি অস্ট্রেলিয়া। তাদের লক্ষ্য ছিল অ্যাশেজের প্রস্তুতি নিতে ওই সময়ে কিছুদিন বিশ্রাম নিয়ে ২৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া লাল বলের শেফিল্ড শিল্ডে গ্রিনকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলানো। একইসঙ্গে ধীরে ধীরে কয়েক ওভার করে বোলিংয়ের মাধ্যমে যেন অ্যাশেজে পূর্ণ অলরাউন্ডার হিসেবে ফিরতে পারেন। এখন ভারত সিরিজের দুই ফরম্যাট থেকেই ছিটকে গেলেন গ্রিন।



গ্রিনের পরিবর্তে ডাক পেয়েছেন লাবুশেনতার জায়গায় অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পেয়েছেন ফর্মের কারণে বাদ পড়া মার্নাস লাবুশেন। তিনিও এই মুহূর্তে শেফিল্ড শিল্ডে খেলছিলেন। হঠাৎ জাতীয় দলের দরজা খোলায় প্রথম ওয়ানডের আগে পার্থে অজি দলের সঙ্গে যোগ দিতে অ্যাডিলেড থেকে রওনা হবেন লাবুশেন। তিনি সম্প্রতি কুইন্সল্যান্ডের ১৫৯ রানের ইনিংস খেলেছেন, সবমিলিয়ে ঘরোয়া ক্রিকেটের ৫ ইনিংসে করেন ৪টি সেঞ্চুরি। জাতীয় দলে ব্যাট হাতে অধারাবাহিকতার কারণে ভারত সিরিজের জন্য প্রথমে ডাক পাননি এই ব্যাটিং অলরাউন্ডার।

এদিকে, চোটের কারণে ছিটকে পড়া গ্রিনের পুনর্বাসন শুরু করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের লক্ষ্য ১১ দিন পর হতে যাওয়া শেফিল্ড শিল্ড ম্যাচের আগে যেন তাকে সারিয়ে তোলা যায়। আগে থেকেই চোটের কবলে জর্জরিত অস্ট্রেলিয়া। টেস্ট অলরাউন্ডার ব্যু ওয়েবস্টার চোটের কারণে শিল্ড ম্যাচও মিস করেছেন। এ ছাড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের খেলা হচ্ছে না পুরো ভারত সিরিজ। এমনকি অ্যাশেজের প্রথম ম্যাচেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে।

লেগস্পিনার জাম্পার স্ত্রী হ্যারিয়েট সন্তানসম্ভবা। অল্প সময়ের মাঝে দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছে এই দম্পতি। সে কারণে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডেতে তিনি থাকছেন না। যুক্ত হতে পারেন পরের ম্যাচ থেকে। জাম্পার জায়গায় প্রথম ওয়ানডের জন্য ম্যাথু কুনেমান অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পেলেন তিন বছর পর। এ ছাড়া জশ ইংলিস এখনও পায়ের মাংসপেশির চোট থেকে সেরে ওঠেননি। স্কোয়াডে নেই উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারিও। মূলত আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতি হিসেবে শেফিল্ড শিল্ডে খেলছেন তিনি। দ্বিতীয় ওয়ানডে থেকে তিনি জাতীয় দলে যুক্ত হবেন।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কাতারে আলোচনায় বসছে পাকিস্তান-আফগানিস্তান Oct 18, 2025
img
শহীদ আবদুর রবের স্মৃতিতে কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি ও জিএস Oct 18, 2025
img
চাহিদা মোতাবেক বরাদ্দ দিলে সার সংকট হবে না Oct 18, 2025
ঘুম থেকে উঠে নবীজি যে আমল করতেন | ইসলামিক টিপস Oct 18, 2025
'আজকে বাংলাদেশকে মুক্ত করেছে আসিফ মাহমুদরা' Oct 18, 2025
img
খুলনায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর Oct 18, 2025
ছন্দে ছন্দে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি রাবি শিক্ষার্থীদের Oct 18, 2025
যে কারণে সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে বললেন নাহিদ Oct 18, 2025
টিকিট বুকিংয়ে আবারও প্রতারণা Oct 18, 2025
img
সিলেটে রিয়াদ ফেরত একটি ফ্লাইটের জরুরি অবতরণ Oct 18, 2025
img
আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখি না: সারজিস Oct 18, 2025
img
জুলাই সনদে স্বাক্ষর না করে ইতিহাস গড়ল এনসিপি : রনি Oct 18, 2025
সয়াবিন তেলে ২০ গুণ বেশি মার্কারি! Oct 18, 2025
শাপলা এবং শাপলাই হবে এনসিপির মার্কা: নাহিদ Oct 18, 2025
জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে যা বলছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক Oct 18, 2025
'আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকাল বিশৃঙ্খলা করেছে' Oct 18, 2025
কেন সনদে স্বাক্ষর করেনি এনসিপি? জানালেন নাহিদ Oct 18, 2025
img
গিলের কাছে নেতৃত্ব হারানোর ভয় সূর্যকুমারের Oct 18, 2025
আলোচিত ৭০ নং অনুচ্ছেদে একমত দলগুলো! Oct 18, 2025
img
শাহজালাল বিমানবন্দরের আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণে ফায়ার সার্ভিসের ডিজি Oct 18, 2025