জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনে সরকার পতনের পর মাদাগাস্কারের অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সামরিক নেতা কর্নেল মাইকেল রানড্রিয়ানিরিনা।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি।
জেন-জি আন্দোলনের মুখে গত সোমবার (১৩ অক্টোবর) আফ্রিকার দেশ মাদাগাস্কারে সরকার পতন ঘটে। দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। পরদিন মঙ্গলবার (১৪ অক্টোবর) সামরিক নেতা রানড্রিয়ানিলিনা জানান, সেনাবাহিনী দেশের দায়িত্বভার নিচ্ছে।
জেন-জি বিক্ষোভে সেনাবাহিনীর যে অংশ সমর্থন দিয়েছিল, তার নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল মাইকেল রান্ড্রিয়ানিরিনা। তিনি বলেন, সেনাবাহিনী দেশটির সব সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম বাতিল করছে। তবে সংসদের নিম্নকক্ষ বা জাতীয় পরিষদ বহাল থাকবে। এর আগে অবশ্য ডিক্রি জারি করে জাতীয় সংসদ ভেঙে দেয়ার চেষ্টা করেছিলেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা।
চলতি বছরের ২৫ সেপ্টেম্বর পানি ও বিদ্যুৎ–সংকটের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত রূপ নেয় দুর্নীতি, অব্যবস্থাপনা, মৌলিক সেবার অভাবসহ বৃহত্তর অসন্তোষের এক গণঅভ্যুত্থানে। এই বিক্ষোভকে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালসহ অন্যান্য দেশে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সাম্প্রতিক বিক্ষোভের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
তরুণ প্রজন্মের নেতৃত্বে সরকারবিরোধী বিক্ষোভে গত শনিবার (১১ অক্টোবর) সমর্থন দেয় ক্যাপস্যাট নামের একটি বিদ্রোহী সেনা ইউনিট। ২০০৯ সালে এই সেনা ইউনিটটিই মালাগাসির রাজনৈতিক সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যা রাজোয়েলিনাকে ক্ষমতায় আসতে সাহায্য করে।
পরদিন রোববার (১২ অক্টোবর) এই সেনা ইউনিটের পক্ষ থেকে মাদাগাস্কারের পুরো সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেয়া হয়। এরপরই মূলত প্রেসিডেন্ট রাজোয়েলিনা বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং এদিনই একটি ফরাসি সামরিক বিমানে করে দেশ ছাড়েন তিনি।
এমআর/টিকে