রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেছেন, যারা নির্বাচিত হয়েছে, তাদের মনে রাখতে হবে- পদ উপভোগের বিষয় নয়; এটা আমানত। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে হবে। শুক্রবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
পোস্টে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ! দীর্ঘ ৩৫ বছর পর রাকসু প্রাণ ফিরে পেল। এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাই জিতে গেছে। রাকসু দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্ল্যাটফর্ম নয়। অতি-রাজনীতি যেন রাকসুর মূল উদ্দেশ্য ব্যাহত না করে।’
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল ৪টায়। শুক্রবার রাতজুড়ে পৃথকভাবে ১৭টি হল সংসদের ফল প্রকাশ করে নির্বাচন কমিশন। সকাল ৮টায় ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের মোট ২৩টি পদের মধ্যে ২০টি পদেই জয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’।
বাকি তিনটি পদের একটিতে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য জোটের সালাহউদ্দিন আম্মার, ক্রীড়া সম্পাদক পদে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’-এর নার্গিস আক্তার এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা বিজয়ী হয়েছেন।
ইএ/টিকে