ইসলামপুরে ৩টি পরিবারের সঙ্গে প্রতিবেশীদের মেলামেশা বন্ধ

জামালপুরের ইসলামপুর পৌরসভার উত্তর দরিয়াবাদ গ্রামে বসবাস করেন শিরিনা আক্তার। ৩২ বছর বয়সী এই নারীর উচ্চতা মাত্র ৩০ ইঞ্চি। মেরুদণ্ড বাঁকা, পিঠের ওপর বিশাল কুজো আর মুখভর্তি লম্বা দাড়ি তার। প্রথম দেখায় যে কেউ তাকে পুরুষ ভেবে ভুল করতে পারে।

মুখভর্তি লোম নিয়েই জন্ম হয় শিরিনা আক্তারের। বয়স বাড়ার সাথে সাথে তার শারীরিক উচ্চতা তেমন না বাড়লেও মুখের লোম বেড়ে দাড়িতে রূপান্তরিত হয়। কয়েক বছর আগে নেত্রকোনার এক ছেলের সাথে বিয়ে হয় শিরিনার। সংসারে একটি সন্তানও আছে। কিন্ত স্বামী শিরিনাকে আর তার বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছেন না। আর্থিক সংকট আর সামাজিকভাবে বিড়ম্বনার শিকার হয়ে বাবার বাড়িতে এখন মানবেতর জীবনযাপন করছেন এই নারী।

শুধু শিরিনা আক্তার নয়, তিনটি পরিবারে নারী-পুরুষ মিলিয়ে ১২ জন সদস্যের মুখজুড়ে লম্বা লোম নিয়ে কষ্ট আর বিরম্বনার মধ্যে জীবনযাপন করছে তারা। বংশগতভাবে এসব পরিবারের সদস্যরা মুখ এবং শরীরে লম্বা লোম নিয়ে কষ্ট করলেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। তাদের দুই পরিবারের মানুষের মুখ ভর্তি লোম আর অস্বাভাবিক শারীরিক গঠনের জন্য প্রতিনিয়তই সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয়।

তাদের শরীরজুড়ে অধিক পরিমাণে লোম থাকায় প্রতিবেশীদের কেউ তাদের সঙ্গে মিশতে চায় না। বিপত্তি ঘটে বিবাহ বন্ধনেও। তাদের সন্তানদের সঙ্গে অন্য শিশুরা খেলতে চায় না। অন্যের বাড়িতে কাজ করতে গেলেও তাদের কাজে নিতে চায় না। আবার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেলেও তাদের বৈষম্যের শিকার হতে হয়।

তিন পরিবারের ১২ জন হলো- উত্তর দরিয়াবাদ গ্রামের সিরাজ শেখের মেয়ে শিরিনা বেগম (৩২), তার স্ত্রী কমিলা বেগম (৬৫), ছেলে করিম শেখ (৪২) তছির উদ্দিনের ছেলে জোনাব আলী (৫০), জোনাব আলীর মেয়ে আলিয়া (৮), জুলেখা আক্তার (২২), আকরাম (১৭), নজরুল (২৫), তাজমীন (১২), মমতাজ মন্ডল (৫৫), তার ছেলে আকাশ মন্ডল (১৭) ও আছাদ মন্ডল (২২)। এদের মধ্যে কয়েকজন বাড়িতে থাকলেও বাকিরা ঢাকাসহ বিভিন্ন এলাকায় কাজ করেন।

শিরিনার বাবা সিরাজ শেখ মারা যাওয়ার পর বাড়তে থাকে পরিবারের অভাব অনটন। অভাবের সংসারে যেখানে দুই বেলা খাবার জুটে না সেখানে চিকিৎসা করানোটা অসাধ্য হয়ে পড়ে তাদের। একই অবস্থা কমিলা বেওয়া, ভাই করিম শেখ, চাচা জোনাব আলী মন্ডলসহ তিন পরিবারের ১২ সদসস্যের।

শিরিনা আক্তার বলেন, আমার সারা শরীরে লোম। ঘর থেকে বের হলে এলাকার মানুষ কাছে আসতে চায় না, মিশতে চায় না, ভয় পায়। কয়েক বছর আগের শুধু একটা প্রতিবন্ধী কার্ড আছে। সন্তানকে নিয়ে অনেক কষ্টে দিন পার করছি। সরকার যদি কোনো অনুদান দেয় তাহলে চলতে পারবো।

শিরিনার মা কমিলা বেগম বলেন, আমার বাবার এ রকম লোম ছিল। আমাদের অনেক আর্থিক সমস্যা। অন্যের জমিতে থাকি। মানুষের সাথে মিশতে পারি না। সামাজিক কোনো অনুষ্ঠানে গেলে আমাদের অবহেলা করে।

আমার মেয়েটাকে মানুষ বেশি অবহেলা করে। তাকে বিয়ে দিছি কিন্ত জামাই নিয়ে যায় না।

জোনাব আলী জানান, আমার ঘরে ছয় সন্তানের মধ্যে ৫জনের শরীরেই আমার মতো এরকম লোম। সরকারের পক্ষ থেকে কোন সহায়তা পায়নি। মানুষের কাছে গেলে তাড়ায়ে দেয়। ছেলেদের বিবাহ করাবো তাও পারতেছিনা লোমের কারনে। না পাই কাজ করে খেতে, না পাই সামাজিক মর্জাদা। খুবই সমস্যার মধ্যে আছি।

জোনাব আলীর স্ত্রী নুরেজা বেগম বলেন, আমার ভাইয়েরা তার সঙ্গে বিয়ে দিছে। এখন আমার বাবা-মা অবহেলা করে। কাছে আসতে চায় না। আবার লোম থাকায় কেউ কাজেও নিতে চায় না। সংসারে অভাব লেগেই থাকে। এক সন্তান ছাড়া সবারই শরীরে লোম।

জোনাব আলীর চাচাতো বোন জমিলা বেগম বলেন, আমার দাদার থেকে এ রকম লোম শুরু হইছে। আবার কিছু মানুষের লোম এ রকম না। এদের শরীরে লোম থাকায় মানুষ অবহেলা করে। তাদের কাজে নিতে চায় না। বাচ্চাদের স্কুলে ভর্তি করতে চায় না। খুব সমস্যা।

প্রতিবেশী সফিউল্লাহ বলেন, এরা খুবই অসহায় পরিবার। তাদের পরিবারে দুটি মেয়ে আছে তাদের কেউ বিবাহ করতে চায় না। সরকারের পক্ষ থেকে সহায়তা করতে তাদের জন্য অনেক উপকার হয়।

ইসলামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন দেশের একটি গণমাধ্যমকে জানান, ওই পরিবারের কয়েকজন অফিসে এসেছিলেন তাদের প্রতিবন্ধী কার্ড করে দেওয়া হয়েছে। যারা বাকি রয়েছে তারা অফিসে এলে কার্ড করে দেওয়া হবে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান দেশের একটি গণমাধ্যমকে বলেন, উনাদের বিষয়টি বংশগত। কয়েকজনকে ইতোমধ্যে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য সামাজিক নিরাপত্তার বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে : বাণিজ্য উপদেষ্টা Jan 22, 2026
img
তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ৫০ জন যোগ দিলো বিএনপিতে Jan 22, 2026
img
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান Jan 22, 2026
img
তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের Jan 22, 2026
img
ইউনূস সাহেব, আমার স্বামী হত্যার বিচার কোথায়? হাদির স্ত্রীর প্রশ্ন Jan 22, 2026
img
টানা রেকর্ডের পর অবশেষে কমল স্বর্ণের দাম Jan 22, 2026
img
জাতির সাফল্যের চাবিকাঠি জনগণের হাতে : আলী রীয়াজ Jan 22, 2026
img
বিদ্যার দেবী সরস্বতীর পূজা আগামীকাল Jan 22, 2026
img
জাতীয় নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে চট্টগ্রাম ও কুমিল্লায় সেনাপ্রধান Jan 22, 2026
img
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী Jan 22, 2026
img
প্রার্থিতা ফেরাতে এবার চেম্বার আদালতে মঞ্জুরুলের আবেদন Jan 22, 2026
img
যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে ৫টি বড় পরিবর্তন Jan 22, 2026
img
এবার জামায়াতের নেতৃত্বাধীন জোট সরকার গঠন করবে : ডা. তাহের Jan 22, 2026
img
চৌদ্দগ্রামে ৫৭ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ Jan 22, 2026
img
অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ১৭ বছর সংগ্রাম করতে হয়েছে: সাইফুল হক Jan 22, 2026
img
একটি দলের নেতাকর্মীরা টাকা দিয়ে ভোট কিনতে চাচ্ছে: তারেক রহমান Jan 22, 2026
img
প্রথমবার জুটি বাঁধলেন প্রীতম-মেহজাবীন Jan 22, 2026
img
২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলামের তারিখ নির্ধারণ Jan 22, 2026
img
নরসিংদীতে যাচ্ছেন তারেক রহমান, পথসভার মঞ্চ প্রস্তুত Jan 22, 2026
img
চলতি মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৩৩ কোটি ১০ লাখ ডলার Jan 22, 2026